ETV Bharat / bharat

কেমন হবে অন্তর্বর্তী বাজেট ? কী বলছেন অর্থনীতিবিদরা - বাজেট

Budget 2024: আসছে লোকসভা নির্বাচন ৷ তার আগে শেষ বাজেট আগামিকাল ৷ তবে নতুন সরকার গঠিত হলে ফের বাজেট পেশ হবে ৷

ETV BHarat
বাজেট 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:36 AM IST

Updated : Feb 1, 2024, 1:15 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 31 জানুয়ারি: বাজেট অধিবেশন শুরু হবে আগামিকাল ৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের এটাই শেষ অন্তর্বর্তী বাজেট ৷ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট পেশ করবেন ৷

তবে নতুন সরকার গঠিত হলে ফের পেশ করা হবে বছরের পূর্ণাঙ্গ বাজেট ৷ এতদসত্ত্বেও প্রত্যেকটি বাজেটের আগে সাধারণ মানুষ যেমন আশায় বুক বাঁধে, আর বিরোধীরা একাধিক নীতি নিয়ে সমালোচনা করেন তেমনটাই এই অন্তর্বর্তী বাজেটের ক্ষেত্রেও তা হবে, বলাই যায় ৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি সরকার জনমুখী বাজেট করবে, নাকি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী একটি সাম্য বাজেট হবে, সেদিকে তাকিয়ে দেশ ৷

অর্থনীতিবিদ শান্তনু বসু জানান, আগামী 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে ৷ এই বাজেট পূর্ণাঙ্গ নয় ৷ তাই নিয়ম অনুসারে এখানে সব বিষয় আসে না ৷ শুধুমাত্র দরকারি বিষয়গুলি পাশ করানো হয় ৷ অর্থাৎ নতুন কোনও নীতি সম্পর্কিত বিষয় এখানে আনা হয় না, যদি না সেটা খুবই জরুরি হয় ৷

তিনি আরও জানান যে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে বাজেট সাজানো হবে, সেটা খুব সহজেই অনুমেয় ৷ তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানো হতে পারে ৷ যদিও এই বিষয় এই অন্তর্বর্তী বাজেটের প্রতিফলিত হবে না ৷ উদাহরণস্বরূপ, একশো দিনের কাজে অর্থ বা প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে ৷

এই প্রসঙ্গে অর্থনীতিবিদ শান্তনু বসু বলেন, "অর্থনীতির ছাত্র হিসেবে আমার মনে হয় এই বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে না ৷ কিন্তু এটা হলে আমি সত্যিই খুব খুশি হতাম ৷ কিন্তু আমি একরকম নিশ্চিত যে এই দুই খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হবে না ৷"

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ভোটের আগে তো বাজেট পেশ করতে পারবে না ৷ বাজেট অন অ্যাকাউন্ট হবে ৷ ভোটের আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেটে চমক দেওয়ার চেষ্টা করবে ৷ কিন্তু, বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি যে ভাবে বেড়েছে, তাতে কোনও লাভ হবে না ৷ অন্যদিকে বিজেপি নেতা তথ্য অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর মতে, অন্তর্বর্তী হলেও এটি একটি 'ব্যালান্সড বাজেট' হবে ৷ তবে বাজেট পেশ হওয়ার আগে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:

  1. 2024 সালের কেন্দ্রীয় বাজেটে কৃষি খাতে এই বিষয়গুলির উপর নজর থাকবে
  2. সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট
  3. সংবাদপত্রের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ, সংসদে পাশ হল নয়া বিল

নয়াদিল্লি ও কলকাতা, 31 জানুয়ারি: বাজেট অধিবেশন শুরু হবে আগামিকাল ৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের এটাই শেষ অন্তর্বর্তী বাজেট ৷ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট পেশ করবেন ৷

তবে নতুন সরকার গঠিত হলে ফের পেশ করা হবে বছরের পূর্ণাঙ্গ বাজেট ৷ এতদসত্ত্বেও প্রত্যেকটি বাজেটের আগে সাধারণ মানুষ যেমন আশায় বুক বাঁধে, আর বিরোধীরা একাধিক নীতি নিয়ে সমালোচনা করেন তেমনটাই এই অন্তর্বর্তী বাজেটের ক্ষেত্রেও তা হবে, বলাই যায় ৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি সরকার জনমুখী বাজেট করবে, নাকি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী একটি সাম্য বাজেট হবে, সেদিকে তাকিয়ে দেশ ৷

অর্থনীতিবিদ শান্তনু বসু জানান, আগামী 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে ৷ এই বাজেট পূর্ণাঙ্গ নয় ৷ তাই নিয়ম অনুসারে এখানে সব বিষয় আসে না ৷ শুধুমাত্র দরকারি বিষয়গুলি পাশ করানো হয় ৷ অর্থাৎ নতুন কোনও নীতি সম্পর্কিত বিষয় এখানে আনা হয় না, যদি না সেটা খুবই জরুরি হয় ৷

তিনি আরও জানান যে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে বাজেট সাজানো হবে, সেটা খুব সহজেই অনুমেয় ৷ তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানো হতে পারে ৷ যদিও এই বিষয় এই অন্তর্বর্তী বাজেটের প্রতিফলিত হবে না ৷ উদাহরণস্বরূপ, একশো দিনের কাজে অর্থ বা প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে ৷

এই প্রসঙ্গে অর্থনীতিবিদ শান্তনু বসু বলেন, "অর্থনীতির ছাত্র হিসেবে আমার মনে হয় এই বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে না ৷ কিন্তু এটা হলে আমি সত্যিই খুব খুশি হতাম ৷ কিন্তু আমি একরকম নিশ্চিত যে এই দুই খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হবে না ৷"

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ভোটের আগে তো বাজেট পেশ করতে পারবে না ৷ বাজেট অন অ্যাকাউন্ট হবে ৷ ভোটের আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেটে চমক দেওয়ার চেষ্টা করবে ৷ কিন্তু, বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি যে ভাবে বেড়েছে, তাতে কোনও লাভ হবে না ৷ অন্যদিকে বিজেপি নেতা তথ্য অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর মতে, অন্তর্বর্তী হলেও এটি একটি 'ব্যালান্সড বাজেট' হবে ৷ তবে বাজেট পেশ হওয়ার আগে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:

  1. 2024 সালের কেন্দ্রীয় বাজেটে কৃষি খাতে এই বিষয়গুলির উপর নজর থাকবে
  2. সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট
  3. সংবাদপত্রের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ, সংসদে পাশ হল নয়া বিল
Last Updated : Feb 1, 2024, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.