ETV Bharat / bharat

বাড়িতে উদ্ধার 5 দেহ, স্ত্রী-মা-সন্তানদের খুন করে আত্মঘাতী চিকিৎসক ! - Vijayawada Tragic Death - VIJAYAWADA TRAGIC DEATH

Vijayawada Tragic Death: বিজয়ওয়াড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার হল 5টি দেহ ৷ পুলিশের অনুমান স্ত্রী, মা, সন্তানদের খুন করে আত্মঘাতী হয়েছেন চিকিৎসক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 8:10 PM IST

বিজয়ওয়াড়া, 30 এপ্রিল: একই বাড়ির পাঁচজনকে নৃশংসভাবে খুন ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটল বিজয়ওয়াড়ায় ৷ এক চিকিৎসক ও তাঁর গোটা পরিবারের দেহ উদ্ধার হয়েছে তাঁদের বাড়ি থেকে ৷ চিকিৎসকের দেহ মেলে ঝুলন্ত অবস্থায় আর বাকিদের গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুন করে আত্মহত্যা করার ঘটনা ৷

মঙ্গলবার বিজয়ওয়াড়ার পাটামাটা এলাকায় চিকিৎসক শ্রীনিবাসের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷ শ্রীনিবাস একজন বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ৷ রোজকার মতোই আজ সকালে ওই বাড়িতে কাজ করতে গিয়েছিলেন পরিচারিকা ৷ সেখানে গিয়েই তিনি বাড়ির বারান্দায় দেখতে পান ডা. শ্রীনিবাসের ঝুলন্ত দেহ । ভয়ে চিৎকার করে ওঠেন ওই পরিচারিকা ৷ তিনি সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে গিয়ে বিষয়টি জানালে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । পুলিশ জানিয়েছে যে, বাড়ির ভিতর থেকে মিলেছে শ্রীনিবাসের মা, স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ । তাঁদের গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায় । মৃত শ্রীনিবাসের বয়স 40 বছর ৷ তাঁর স্ত্রী ঊষা (38), দুই সন্তান শৈলজা (9), এবং শ্রীহান (8) এবং মা রামানাম্মা (65)-র মৃত্যু হয়েছে ৷

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে যে, শ্রীনিবাস সম্প্রতি একটি হাসপাতাল খুলে সেখানে চিকিৎসা শুরু করেছিলেন । তবে সেখানে বেশ লোকসানের মুখে পড়েন তিনি ৷ তার জেরে তাঁরা প্রবল আর্থিক সমস্যায় পড়েন । তারই জেরে ওই চিকিৎসক পরিবারের সবাইকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করছে পুলিশ ৷

এই ঘটনা ফিরিয়ে এনেছে দিল্লির বুরারির ঘটনার স্মৃতি ৷ সেখানে একটি বাড়িতে রহস্যজনক ভাবে মিলেছিল একই পরিবারের 11 জন সদস্যের দেহ ।

আরও পড়ুন:

  1. উচ্চশিক্ষায় বাধা, বাবা-মায়ের চাপে বিয়ে; অষ্টমঙ্গলায় এসে আত্মঘাতী তরুণী
  2. বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে 'হত্যাকারী' মা
  3. পুলিশি হেফাজতে আত্মঘাতী গয়না চুরিতে অভিযুক্ত, তদন্তে যাদবপুর থানা

বিজয়ওয়াড়া, 30 এপ্রিল: একই বাড়ির পাঁচজনকে নৃশংসভাবে খুন ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটল বিজয়ওয়াড়ায় ৷ এক চিকিৎসক ও তাঁর গোটা পরিবারের দেহ উদ্ধার হয়েছে তাঁদের বাড়ি থেকে ৷ চিকিৎসকের দেহ মেলে ঝুলন্ত অবস্থায় আর বাকিদের গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুন করে আত্মহত্যা করার ঘটনা ৷

মঙ্গলবার বিজয়ওয়াড়ার পাটামাটা এলাকায় চিকিৎসক শ্রীনিবাসের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷ শ্রীনিবাস একজন বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ৷ রোজকার মতোই আজ সকালে ওই বাড়িতে কাজ করতে গিয়েছিলেন পরিচারিকা ৷ সেখানে গিয়েই তিনি বাড়ির বারান্দায় দেখতে পান ডা. শ্রীনিবাসের ঝুলন্ত দেহ । ভয়ে চিৎকার করে ওঠেন ওই পরিচারিকা ৷ তিনি সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে গিয়ে বিষয়টি জানালে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । পুলিশ জানিয়েছে যে, বাড়ির ভিতর থেকে মিলেছে শ্রীনিবাসের মা, স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ । তাঁদের গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায় । মৃত শ্রীনিবাসের বয়স 40 বছর ৷ তাঁর স্ত্রী ঊষা (38), দুই সন্তান শৈলজা (9), এবং শ্রীহান (8) এবং মা রামানাম্মা (65)-র মৃত্যু হয়েছে ৷

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে যে, শ্রীনিবাস সম্প্রতি একটি হাসপাতাল খুলে সেখানে চিকিৎসা শুরু করেছিলেন । তবে সেখানে বেশ লোকসানের মুখে পড়েন তিনি ৷ তার জেরে তাঁরা প্রবল আর্থিক সমস্যায় পড়েন । তারই জেরে ওই চিকিৎসক পরিবারের সবাইকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করছে পুলিশ ৷

এই ঘটনা ফিরিয়ে এনেছে দিল্লির বুরারির ঘটনার স্মৃতি ৷ সেখানে একটি বাড়িতে রহস্যজনক ভাবে মিলেছিল একই পরিবারের 11 জন সদস্যের দেহ ।

আরও পড়ুন:

  1. উচ্চশিক্ষায় বাধা, বাবা-মায়ের চাপে বিয়ে; অষ্টমঙ্গলায় এসে আত্মঘাতী তরুণী
  2. বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে 'হত্যাকারী' মা
  3. পুলিশি হেফাজতে আত্মঘাতী গয়না চুরিতে অভিযুক্ত, তদন্তে যাদবপুর থানা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.