নয়াদিল্লি, 23 জুলাই: নরেন্দ্র মোদির তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সাধারণ মানুষের স্বস্তি ৷ নয়া আয়কর কাঠামোয় বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার ৷ সর্বোচ্চ 3 লক্ষ টাকা আয়ে কোনও কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে না চাকুরিজীবী সাধারণ মানুষকে ৷ পাশাপাশি, 3-7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করের পরিমাণ কমিয়ে 5 শতাংশ করা হয়েছে ৷ নয়া এই আয়কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশনের হার বাড়ানো হয়েছে ৷
আজ অর্থমন্ত্রীর পেশ করা কেন্দ্রীয় বাজেটে করকাঠামোর পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়কর জমায় ক্ষেত্রে কোনও বদল করা হয়নি ৷ নিউ রেজিম বা করকাঠামোর নয়া ব্যবস্থায় একাধিক বদল করা হয়েছে ৷ যা বেতনভুক চাকুরিজীবীদের স্বস্তি দেবে ৷ করকাঠামোর নয়া ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 হাজার টাকা থেকে 75 হাজার করা হয়েছে ৷ ফলে করদাতারা বছরে 17 হাজার 500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবে ৷
Tax Relief and Revised Tax Slabs in New Tax Regime 👇
— PIB India (@PIB_India) July 23, 2024
🔸 Income tax saving of up to ₹ 17,500/- for salaried employee in new tax regime
🔸 #IncomeTax Relief for around Four Crore Salaried Individuals and Pensioners
🔸 Standard deduction for salaried employees to be increased… pic.twitter.com/2m7pPRmzgP
করকাঠামোর নয়া ব্যবস্থায় ঘোষিত করছাড়ের উর্ধ্বসীমা-সহ বাকি পরিসংখ্যান-
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট অনুযায়ী 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না চাকুরিজীবী সাধারণ মানুষকে ৷
- কর যোগ্য আয়ের স্ল্যাব শুরু হবে 3 লক্ষ টাকার উপরে ৷ সেই মতো 3-7 লক্ষ টাকা বার্ষিক আয়ে করের হার হবে 5 শতাংশ ৷
- 7-10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে আয়করের পরিমাণ বা হার বাড়িয়ে 10 শতাংশ করা হয়েছে ৷
- পরবর্তী পর্যায়ে 10-12 লক্ষ টাকা বার্ষিক আয়ে আয়কর দিতে হবে 15 শতাংশ ৷
- 12-15 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের আয়করের হার হবে 20 শতাংশ ৷
- আর সর্বোচ্চ আয়করের পর্যায়ে অর্থাৎ, 30 শতাংশ হারে করদাতাদের তালিকায় রাখা হয়েছে বার্ষিক 15 লক্ষ টাকার বেশি উপার্জনকারীদের ৷
Customs Duty Proposals
— PIB India (@PIB_India) July 23, 2024
➡️ Customs duty on 3⃣ more medicines to be fully removed, to provide relief to cancer patients
➡️ Basic customs duty on mobile phone, mobile PCBA and mobile charger to be reduced to 15%
➡️ 25 critical minerals to be exempted from customs duties & BCD on… pic.twitter.com/x4lSZMM9xB
মোটের উপর মোদির তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সাধারণ চাকুরিজীবীদের বিষয়টি ভাবা হয়েছে ৷ যার প্রকৃষ্ট উদাহরণ, করকাঠামোর নয়া ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়ানো ৷ লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়া মোদি সরকার, সাধারণ মানুষের ভরসা ফিরে পেতে, এটি বড় পদক্ষেপ নিয়ে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷