শ্রী ফতেহগড় সাহেব, 3 নভেম্বর: অমৃতসর থেকে হাওড়াগামী ট্রেনে বিস্ফোরণ । আহত হয়েছেন 4 যাত্রী ৷ শনিবার রাত সাড়ে দশটায় সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে অমৃতসর-হাওড়া (13006) এক্সপ্রেসে বিস্ফোরণ হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বালতিতে রাখা আতশবাজি থেকে বিস্ফোরণ হয়েছে ।
বিস্ফোরণের শব্দ শুনে প্রায় 20 জন যাত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন । তাদের মধ্যে এক মহিলা-সহ চার যাত্রী আহত হয়েছেন । আহতদের চিকিৎসার জন্য ফতেহগড় সাহেবে সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।
বিস্ফোরণের শব্দ শুনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন আশুতোষ পাল ৷ তাঁর ভাই রাকেশ পাল জানান, বিস্ফোরণের সময় তিনি ঘুমিয়ে ছিলেন । হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় ৷ ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ।
জিআরপি ডিএসপি জগমোহন সিং বলেন, ‘‘আহত যাত্রীরা সবাই ভালো আছেন ৷ আহতদের মধ্যে রয়েছেন অজয় কুমার, তাঁর স্ত্রী সঙ্গীতা কুমারী, আশুতোষ পাল, সোনু কুমার । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে একটি বাজি ভর্তি বালতি ট্রেনে ছিল ৷ তাতে হঠাৎ আগুন ধরে যাওয়ায় পটাকাগুলি ফেটে যায় ৷ তবে কেন বাজি ভর্তি বালতি ট্রেনে ছিল এবং তাতে কীভাবে আগুন লাগল, তা পুলিশ তদন্ত করে দেখছে ।’’
ফতেহগড় সাহেব সিভিল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার কানওয়ালদীপ সিং জানিয়েছেন, আহতদের অবস্থা ভালো ৷ তাঁদের চিকিৎসা চলছে । গতকালই বোমাতঙ্কের জেরে মাঝপথেই থেমে গিয়েছিল বিহার-দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ৷ উত্তরপ্রদেশে ট্রেন থামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি । যদিও তল্লাশি চালানোর পরেও ট্রেনে কোনও বোমার হদিস মেলেনি । ফলে তল্লাশির পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি ।