নয়াদিল্লি, 14 মার্চ: পূর্ব দিল্লির ময়ূর বিহারে ফেজ 3 এলাকায় বুধবার বসেছিল সপ্তাহের হাটবাজার ৷ ভিড়ে ঠাসা ওই বাজারে কোথা থেকে এক চারচাকা নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে ৷ গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণীর ৷ পাশাপাশি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে 10 জন ৷ তাঁরা সকলেই পার্শ্ববর্তী লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছে।
ময়ূর বিহারের ওই পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে, দ্রুতগামী গাড়িটি বাজারে থাকা মানুষদের চাপা দিয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর বাইশের ওই মৃত তরুণীর নাম সীতা দেবী। তিনি দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় পূর্ব দিল্লির ডিসিপি অপূর্ব গুপ্ত বলেন, "বুধবার রাত সাড়ে 9টার দিকে একটি দ্রুতগামী গাড়ি ময়ূর বিহার ফেজ 3 এলাকার বহু মানুষকে ধাক্কা দেয় ৷ তাতে 10 জন আহত হয়, তাঁদের মধ্য়ে বেশিরভাগই মহিলা। এক তরুণীর মৃত্যু হয়েছে ৷"
ডিসিপি অপূর্ব গুপ্ত আরও বলেন, "আহতদের প্রত্যেককে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে তাঁরা সকলেই বিপদমুক্ত বলে জানানো হয়েছে হাসপাতাল তরফে ৷ দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছে, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তদন্ত জারি রয়েছে ৷"
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পূর্ব-দিল্লির স্থানীয় বিধায়ক কুলদীপ কুমার আহতদের দেখতে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে যান। তিনি বলেন, "দিল্লিতে গাড়ির গতিতে মৃত্যুর সংখ্যা দিন কে দিন বেড়েই চলেছে ৷ প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।" স্থানীয়রা জানান, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা করা হবে যে সে নেশাগ্রস্ত ছিল কি না।
আরও পড়ুন: