ETV Bharat / bharat

'প্রধানমন্ত্রীর নয়া কাশ্মীরের বিরুদ্ধে লড়ব', জেল থেকে বেরিয়ে রশিদ - MP Engineer Rashid - MP ENGINEER RASHID

Lok Sabha MP Engineer Rashid walks out of Tihar Jail: সাড়ে পাঁচ বছর পর জেল থেকে সাময়িক মুক্তি পেলেন নির্দল সাংসদ ইঞ্জনিয়ার রশিদ ৷ জম্মু-কাশ্মীরে তিন দফায় বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত ৷

Lok Sabha MP Engineer Rashid
জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি সাংসদ ইঞ্জিনিয়র রশিদ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 11, 2024, 6:51 PM IST

Updated : Sep 11, 2024, 7:29 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: ভোটের আগে জেল থেকে বেরলেন বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়র রশিদ ৷ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত ৷ সেইমতো বুধবার বিকেলে রশিদ তিহাড় থেকে সাময়িক মুক্তি পেলেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে প্রচারের জন্য তিনি আপাতত 2 অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন, নির্দেশ দিয়েছে আদালত ৷

তিহাড় জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি ইঞ্জিনিয়র রশিদ (ইটিভি ভারত)

এদিন, জেলের বাইরে সাংবাদিকদের রশিদ বলেন, "আমি সাড়ে পাঁচ বছর জেলে ছিলাম ৷ আমি আমার লোকেদের জন্য লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ মানুষের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধ করতে আমি ফিরে এসেছি ৷ আমি কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে চাই ৷ প্রমাণ করতে চাই যে, কাশ্মীরীরা পাথর ছোড়ে না ৷ কিন্তু, আমরা রাজনৈতিক অধিকারের সঙ্গে আপস করব না ৷ প্রধানমন্ত্রী যে 'নয়া কাশ্মীর'-এর কথা বলেছেন, তার বিরুদ্ধে আমি লড়ব ৷"

জেলের এক উচ্চাধিকারিক বলেন, "বিকেল 4টে 15 মিনিট নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷" 2019 সালে একটি জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করার অভিযোগে রশিদ ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয় ৷ এরপর, থেকে তিনি জেলবন্দি ছিলেন ৷

2024 সালের লোকসভা নির্বাচনে শেখ আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়র রশিদ জম্মু-কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন ৷ জেলে বসেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাঁর কাছে পরাজিত হন ৷

এদিকে, ইঞ্জিনিয়র রশিদের অন্তর্বর্তী জামিন নিয়ে ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতা ওমর আবদুল্লা বলেন, "রশিদকে জামিন দেওয়া হয়েছে ভোটের জন্য, জম্মু-কাশ্মীরের সেবা করতে নয় ৷" পিপল'স ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি ইঞ্জিনিয়র রশিদের আওয়ামি ইত্তেহাদ পার্টিকে বিজেপির প্রতিনিধি বলে উল্লেখ করেন ৷ অন্যদিকে, ইঞ্জিনিয়র রশিদ কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "ওরা কাশ্মীরকে ধ্বংস করেছে ৷" জম্মু-কাশ্মীরের 90টি বিধানসভা আসনে তিন দফায়- 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ভোট রয়েছে ৷

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: ভোটের আগে জেল থেকে বেরলেন বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়র রশিদ ৷ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত ৷ সেইমতো বুধবার বিকেলে রশিদ তিহাড় থেকে সাময়িক মুক্তি পেলেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে প্রচারের জন্য তিনি আপাতত 2 অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন, নির্দেশ দিয়েছে আদালত ৷

তিহাড় জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি ইঞ্জিনিয়র রশিদ (ইটিভি ভারত)

এদিন, জেলের বাইরে সাংবাদিকদের রশিদ বলেন, "আমি সাড়ে পাঁচ বছর জেলে ছিলাম ৷ আমি আমার লোকেদের জন্য লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ মানুষের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধ করতে আমি ফিরে এসেছি ৷ আমি কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে চাই ৷ প্রমাণ করতে চাই যে, কাশ্মীরীরা পাথর ছোড়ে না ৷ কিন্তু, আমরা রাজনৈতিক অধিকারের সঙ্গে আপস করব না ৷ প্রধানমন্ত্রী যে 'নয়া কাশ্মীর'-এর কথা বলেছেন, তার বিরুদ্ধে আমি লড়ব ৷"

জেলের এক উচ্চাধিকারিক বলেন, "বিকেল 4টে 15 মিনিট নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷" 2019 সালে একটি জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করার অভিযোগে রশিদ ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয় ৷ এরপর, থেকে তিনি জেলবন্দি ছিলেন ৷

2024 সালের লোকসভা নির্বাচনে শেখ আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়র রশিদ জম্মু-কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন ৷ জেলে বসেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাঁর কাছে পরাজিত হন ৷

এদিকে, ইঞ্জিনিয়র রশিদের অন্তর্বর্তী জামিন নিয়ে ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতা ওমর আবদুল্লা বলেন, "রশিদকে জামিন দেওয়া হয়েছে ভোটের জন্য, জম্মু-কাশ্মীরের সেবা করতে নয় ৷" পিপল'স ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি ইঞ্জিনিয়র রশিদের আওয়ামি ইত্তেহাদ পার্টিকে বিজেপির প্রতিনিধি বলে উল্লেখ করেন ৷ অন্যদিকে, ইঞ্জিনিয়র রশিদ কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "ওরা কাশ্মীরকে ধ্বংস করেছে ৷" জম্মু-কাশ্মীরের 90টি বিধানসভা আসনে তিন দফায়- 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ভোট রয়েছে ৷

Last Updated : Sep 11, 2024, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.