ETV Bharat / bharat

জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ! মেরঠে গ্রেফতার যুবক - YOUTH ARRESTED FOR TERROR LINKS - YOUTH ARRESTED FOR TERROR LINKS

শনিবার দেশের একাধিক রাজ্যে অভিযান চালিয়েছে এনআইএ ও এটিএস ৷ পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ সন্দেহে মিরাট থেকে এক যুবককে গ্রেফতার করল এটিএস ৷

Meerut Arrest
মিরাট থেকে এটিএস-র জালে এক যুবক (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 5:12 PM IST

মিরাত, 5 অক্টোবর: পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ ৷ উত্তরপ্রদেশের মেরঠ থেকে এক যুবককে গ্রেফতার করল এটিএস ৷ শনিবার সকালে উত্তরপ্রদেশের একাধিক জেলায় অভিযান চালায় এটিএস, ইন্টেলিজেন্স ব্যুরো, এনআইএ এবং দিল্লি পুলিশের একটি দল ৷ অভিযান চলাকালীন জিজ্ঞাসাবাদের জন্য সারদানা থানা এলাকার খোয়াই শহরের 22 বছরের ওই যুবককে ডেকে পাঠানো হয় ৷ তারপরই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷

তবে ধৃত যুবক ছাড়া আরও 2 জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছিল ৷ তবে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় বলে খবর ৷ সূত্রের খবর, ধৃত যুবককে সঙ্গে নিয়ে দিল্লির পথে রওনা দেন এটিএস-এর আধিকারিকরা ৷ ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর ৷ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জেহাদিমূলক প্রচারও চালান তিনি ৷ অভিযান চলাকালীন এই সমস্ত তথ্য পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয় ৷

জানা গিয়েছে, দিল্লি পুলিশের একটি দল ও এটিএস রবিবার রাত 3টের থেকে মিরাট সারদানা এলাকার খোয়াই শহরে অভিযান চালায় । প্রায় পাঁচ ঘণ্টা ধরে এলাকায় অভিযান চালায় তারা ৷ পুলিশ জানিয়েছে, খোয়াইয়ের কিছু যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখেছে বহুদিন ধরে ৷ গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতেই এদিন অভিযান চালান সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা ৷

এরপ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ এরপর বাকি দু'জনকে ছেড়ে দিয়ে মেরঠের ওই বাসিন্দাকে গ্রেফতার করে এটিএস ৷ তাদের দাবি, পাকিস্তানের বড় জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

স্থানীয় থানার ইনচার্জ প্রতাপ সিং জানান, এটিএস, এনআইএ এবং অন্যান্য সংস্থা এবং দিল্লি পুলিশ পাকিস্তানি যোগাযোগের খবর পেয়ে এদিন অভিযান চালায় । সারারাত অভিযান চলার পর শনিবার সকালে মেরঠের ওই যুবককে গ্রেফতার করা হয় ৷

মিরাত, 5 অক্টোবর: পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ ৷ উত্তরপ্রদেশের মেরঠ থেকে এক যুবককে গ্রেফতার করল এটিএস ৷ শনিবার সকালে উত্তরপ্রদেশের একাধিক জেলায় অভিযান চালায় এটিএস, ইন্টেলিজেন্স ব্যুরো, এনআইএ এবং দিল্লি পুলিশের একটি দল ৷ অভিযান চলাকালীন জিজ্ঞাসাবাদের জন্য সারদানা থানা এলাকার খোয়াই শহরের 22 বছরের ওই যুবককে ডেকে পাঠানো হয় ৷ তারপরই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷

তবে ধৃত যুবক ছাড়া আরও 2 জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছিল ৷ তবে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় বলে খবর ৷ সূত্রের খবর, ধৃত যুবককে সঙ্গে নিয়ে দিল্লির পথে রওনা দেন এটিএস-এর আধিকারিকরা ৷ ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর ৷ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জেহাদিমূলক প্রচারও চালান তিনি ৷ অভিযান চলাকালীন এই সমস্ত তথ্য পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয় ৷

জানা গিয়েছে, দিল্লি পুলিশের একটি দল ও এটিএস রবিবার রাত 3টের থেকে মিরাট সারদানা এলাকার খোয়াই শহরে অভিযান চালায় । প্রায় পাঁচ ঘণ্টা ধরে এলাকায় অভিযান চালায় তারা ৷ পুলিশ জানিয়েছে, খোয়াইয়ের কিছু যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখেছে বহুদিন ধরে ৷ গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতেই এদিন অভিযান চালান সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা ৷

এরপ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ এরপর বাকি দু'জনকে ছেড়ে দিয়ে মেরঠের ওই বাসিন্দাকে গ্রেফতার করে এটিএস ৷ তাদের দাবি, পাকিস্তানের বড় জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

স্থানীয় থানার ইনচার্জ প্রতাপ সিং জানান, এটিএস, এনআইএ এবং অন্যান্য সংস্থা এবং দিল্লি পুলিশ পাকিস্তানি যোগাযোগের খবর পেয়ে এদিন অভিযান চালায় । সারারাত অভিযান চলার পর শনিবার সকালে মেরঠের ওই যুবককে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.