ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটের গণনা আজ, ক্ষমতায় কংগ্রেস না বিজেপি ? - ASSEMBLY POLLS 2024

জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস ও বিজেপি ৷ কে সরকার গঠন করবে, জানা যাবে কিছুক্ষণের মধ্যে ৷

Assembly Elections 2024
বিধানসভা ভোটের গণনা দুই রাজ্যে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 8:23 AM IST

Updated : Oct 8, 2024, 8:57 AM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: বুথ ফেরত সমীক্ষা কী সত্যি হতে চলেছে ! আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে উত্তর ৷ কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনা ৷ একদিকে, এক দশক পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন জম্মু-কাশ্মীরের মানুষ ৷ অন্যদিকে, অস্তিত্ব টিকিয়ে রাখার ও ক্ষমতা ফেরানোর রাজনৈতিক লড়াই দেখেছেন হরিয়ানার মানুষ ৷

সবমিলিয়ে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে রীতিমতো স্নায়ু যুদ্ধ সরকার-বিরোধী দুই শিবিরে ৷ দুই রাজ্যের 90টি করে আসনে কোন দল ক্ষমতা দখল করবে, আপাতত সেদিকেই নজর দেশের ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চলেছে 'ইন্ডিয়া' জোট ৷ আদৌ সেই সমীক্ষা ঠিক হবে কি না, তা নিয়ে চরম উত্তেজনা জাতীয় রাজনীতিতে ৷ উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে পোস্টাল ব্যালট ও 30 মিনিট পর ইভিএম-এর গণনা করা হবে ৷

হরিয়ানা বিধানসভা:

হরিয়ানার 90টি বিধানসভা আসনে গত 5 অক্টোবর এক দফাতেই ভোট হয়েছে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানান, ভোটের গণনার জন্য মোট 93টি কেন্দ্র গঠন করা হয়েছে ৷ গণনা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যজুড়ে মোট 12 হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ স্পর্শকাতর এলাকায় তৈরি গণনাকেন্দ্রে রয়েছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা ৷ গণনা কেন্দ্রে বাইরের কোনও লোক যাতে প্রবেশ না করতে পারে, তার জন্যও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচনে গো-বলয়ে ভালো ফল করেছে কংগ্রেস ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিধানসভা নির্বাচনেও বেশ ভালো ফল করতে চলেছে হাত শিবির ৷ সবকিছু ঠিকঠাক থাকলে 10 বছরের খরা কাটিয়ে হরিয়ানায় সরকার গঠন করবে কংগ্রেস ৷ 2014 সালের হারের পর আর ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস ৷ তবে এবার সরকার গঠনের লক্ষ্যে কোনও রকম ঝুঁকি নেয়নি তারা ৷

এদিকে, হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনে প্রস্তুত বিজেপি ৷ 2019 সালে জেজেপি-র সঙ্গে জোট বেধে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি ৷ প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর লাল খট্টরকে বেছে নেওয়া হলেও, মার্চ মাসে তাঁর পরিবর্তে সেই দায়িত্বে নয়াব সিং সাইনিকে নিয়ে আসে বিজেপি ৷ আর তাতেই জননায়ক জনতা পার্টি (জেজেপি)র সঙ্গে জোট ভেঙে যায় বিজেপির ৷ ফলে এবার জেজেপি-র সঙ্গে জোটে না গিয়ে কংগ্রেসের বিরুদ্ধা একাই লড়ছে গেরুয়া শিবির ৷

জম্মু-কাশ্মীর বিধানসভা:

2019 সালে 370 ধারা অবলুপ্তির পর এবার প্রথম উপত্যকায় ভোট হয়েছে ৷ রাজ্যের 90টি আসনে তিন দফায় হয়েছে ভোটগ্রহণ ৷ ভোট হয়েছে 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ৷ মঙ্গলবার তার ফলাফল জানা যাবে ৷

এবারের বিধানসভা নির্বাচনে প্রধানত চতুর্মুখী লড়াই ৷ বিজেপি ছাড়া ভোটের ময়দানে রয়েছে মেহেবুবা মুফতির পিডিপি, ওমর আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তৈরি একাধিক আঞ্চলিক দল ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে, জম্মু-কাশ্মীরেও এবার সরকার গঠন করতে চলেছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর: বুথ ফেরত সমীক্ষা কী সত্যি হতে চলেছে ! আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে উত্তর ৷ কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনা ৷ একদিকে, এক দশক পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন জম্মু-কাশ্মীরের মানুষ ৷ অন্যদিকে, অস্তিত্ব টিকিয়ে রাখার ও ক্ষমতা ফেরানোর রাজনৈতিক লড়াই দেখেছেন হরিয়ানার মানুষ ৷

সবমিলিয়ে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে রীতিমতো স্নায়ু যুদ্ধ সরকার-বিরোধী দুই শিবিরে ৷ দুই রাজ্যের 90টি করে আসনে কোন দল ক্ষমতা দখল করবে, আপাতত সেদিকেই নজর দেশের ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চলেছে 'ইন্ডিয়া' জোট ৷ আদৌ সেই সমীক্ষা ঠিক হবে কি না, তা নিয়ে চরম উত্তেজনা জাতীয় রাজনীতিতে ৷ উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে পোস্টাল ব্যালট ও 30 মিনিট পর ইভিএম-এর গণনা করা হবে ৷

হরিয়ানা বিধানসভা:

হরিয়ানার 90টি বিধানসভা আসনে গত 5 অক্টোবর এক দফাতেই ভোট হয়েছে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানান, ভোটের গণনার জন্য মোট 93টি কেন্দ্র গঠন করা হয়েছে ৷ গণনা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যজুড়ে মোট 12 হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ স্পর্শকাতর এলাকায় তৈরি গণনাকেন্দ্রে রয়েছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা ৷ গণনা কেন্দ্রে বাইরের কোনও লোক যাতে প্রবেশ না করতে পারে, তার জন্যও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচনে গো-বলয়ে ভালো ফল করেছে কংগ্রেস ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিধানসভা নির্বাচনেও বেশ ভালো ফল করতে চলেছে হাত শিবির ৷ সবকিছু ঠিকঠাক থাকলে 10 বছরের খরা কাটিয়ে হরিয়ানায় সরকার গঠন করবে কংগ্রেস ৷ 2014 সালের হারের পর আর ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস ৷ তবে এবার সরকার গঠনের লক্ষ্যে কোনও রকম ঝুঁকি নেয়নি তারা ৷

এদিকে, হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনে প্রস্তুত বিজেপি ৷ 2019 সালে জেজেপি-র সঙ্গে জোট বেধে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি ৷ প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর লাল খট্টরকে বেছে নেওয়া হলেও, মার্চ মাসে তাঁর পরিবর্তে সেই দায়িত্বে নয়াব সিং সাইনিকে নিয়ে আসে বিজেপি ৷ আর তাতেই জননায়ক জনতা পার্টি (জেজেপি)র সঙ্গে জোট ভেঙে যায় বিজেপির ৷ ফলে এবার জেজেপি-র সঙ্গে জোটে না গিয়ে কংগ্রেসের বিরুদ্ধা একাই লড়ছে গেরুয়া শিবির ৷

জম্মু-কাশ্মীর বিধানসভা:

2019 সালে 370 ধারা অবলুপ্তির পর এবার প্রথম উপত্যকায় ভোট হয়েছে ৷ রাজ্যের 90টি আসনে তিন দফায় হয়েছে ভোটগ্রহণ ৷ ভোট হয়েছে 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ৷ মঙ্গলবার তার ফলাফল জানা যাবে ৷

এবারের বিধানসভা নির্বাচনে প্রধানত চতুর্মুখী লড়াই ৷ বিজেপি ছাড়া ভোটের ময়দানে রয়েছে মেহেবুবা মুফতির পিডিপি, ওমর আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তৈরি একাধিক আঞ্চলিক দল ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে, জম্মু-কাশ্মীরেও এবার সরকার গঠন করতে চলেছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ৷

Last Updated : Oct 8, 2024, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.