ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে নতুন আতঙ্ক ! মির্জাপুরে শেয়ালের হামলায় গুরুতর আহত 7 জন - Jackals Attack in Uttar Pradesh - JACKALS ATTACK IN UTTAR PRADESH

Jackals attack in Mirzapur: মির্জাপুরে শেয়াল আতঙ্ক । শুক্রবার জেলার হালিয়া থানার কুশিয়ারি গ্রামের একাধিক বাড়িতে ঢুকে হামলা চালাল শেয়াল ৷ ঘটনায় আহত হলেন 7 জন ৷

Jackals attack in Mirzapur
উত্তরপ্রদেশে শেয়ালের হামলা (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 4:15 PM IST

মির্জাপুর, 7 সেপ্টেম্বর: নেকড়ে আতঙ্কে জেরবার উত্তরপ্রদেশ ৷ যোগী রাজ্যের একাধিক জেলায় একের পর এক নেকড়ে হামলায় ঘুম উড়েছে সাধারণ মানুষের ৷ এই আবহে উত্তরপ্রদেশের নতুন আতঙ্কের নাম শেয়াল ৷ শুক্রবার রাতে মির্জাপুরের একাধিক বাড়িতে ঢুকে হামলা চালাল শেয়াল ৷ ঘটনায় গুরুতর আহত 4 শিশু-সহ 7 জন ৷

মির্জাপুরের হালিয়া থানার কুশিয়ারা গ্রামের ঘটনা ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতের অন্ধকারে চুপিসারে একের পর এক বাড়িতে হামলা চালায় শেয়াল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও বন দফতরের কর্মীরা ৷ গুরুতর আহত অবস্থায় 4 শিশু-সহ 7 জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর শেয়ালের খোঁজে তল্লাশি শুরু করেন তাঁরা ৷

গ্রামবাসীদের মতে, এদিন রাত 9টা নাগাদ খাবার খেয়ে সকলে ঘুমচ্ছিলেন ৷ সেই সময় তাঁদের ঘরে ঢুকে পড়ে শেয়াল ৷ তাঁদের কারও পায়ে, তো কারও মুখে কামড় বসায় শেয়াল ৷ আহতদের হালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ইনচার্জ বলেন, "শেয়ালের কামড়ে সাতজন আহত হয়েছেন । সবাইকে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে । আহতরা সকলেই বিপদমুক্ত ।" ৷

প্রসঙ্গত, নেকড়ের হামলায় রীতিমতো তটস্থ উত্তরপ্রদেশবাসী ৷ বাহরাইচ, জৌনপুর, সীতাপুর-সহ একাধিক এলাকায় তাণ্ডব চালাচ্ছে নেকড়ে ৷ কখনও মায়ের কোল থেকে শিশুকে টেনে নিয়ে চলে যাচ্ছে । কখনও আবার ঘুমন্ত মানুষের পা কিংবা হাত খুবলে খাচ্ছে নেকড়ে ৷ প্রাণ বাঁচানোর দায়ে রাতের লাঠি হাতে এলাকা পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা ৷ 'মানুষখেকো' এই নেকড়ের দলকে বাগে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন দফতরের কর্মীরা ৷

অন্যদিকে, গ্রামে পাহারার মাত্রা বেড়ে যাওয়ায় এবার শহরে আতঙ্ক ছড়িয়েছে নেকড়ে ৷ বৃহস্পতিবার রাতে বাহরাইচ শহরের কোতোয়ালি এলাকায় নেকড়ের হামলায় আহত এক দশ বছরের বালক ৷ তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে নেকড়েটি পালিয়ে যায় ৷ আহত বালকের বোনের বক্তব্য, বাড়ির বাইরে যে নেকড়ে এসেছিল তাকে কুকুর ভেবেছিল ভাই । নেকড়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে । এরপর আহত বালককে জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

মির্জাপুর, 7 সেপ্টেম্বর: নেকড়ে আতঙ্কে জেরবার উত্তরপ্রদেশ ৷ যোগী রাজ্যের একাধিক জেলায় একের পর এক নেকড়ে হামলায় ঘুম উড়েছে সাধারণ মানুষের ৷ এই আবহে উত্তরপ্রদেশের নতুন আতঙ্কের নাম শেয়াল ৷ শুক্রবার রাতে মির্জাপুরের একাধিক বাড়িতে ঢুকে হামলা চালাল শেয়াল ৷ ঘটনায় গুরুতর আহত 4 শিশু-সহ 7 জন ৷

মির্জাপুরের হালিয়া থানার কুশিয়ারা গ্রামের ঘটনা ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতের অন্ধকারে চুপিসারে একের পর এক বাড়িতে হামলা চালায় শেয়াল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও বন দফতরের কর্মীরা ৷ গুরুতর আহত অবস্থায় 4 শিশু-সহ 7 জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর শেয়ালের খোঁজে তল্লাশি শুরু করেন তাঁরা ৷

গ্রামবাসীদের মতে, এদিন রাত 9টা নাগাদ খাবার খেয়ে সকলে ঘুমচ্ছিলেন ৷ সেই সময় তাঁদের ঘরে ঢুকে পড়ে শেয়াল ৷ তাঁদের কারও পায়ে, তো কারও মুখে কামড় বসায় শেয়াল ৷ আহতদের হালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ইনচার্জ বলেন, "শেয়ালের কামড়ে সাতজন আহত হয়েছেন । সবাইকে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে । আহতরা সকলেই বিপদমুক্ত ।" ৷

প্রসঙ্গত, নেকড়ের হামলায় রীতিমতো তটস্থ উত্তরপ্রদেশবাসী ৷ বাহরাইচ, জৌনপুর, সীতাপুর-সহ একাধিক এলাকায় তাণ্ডব চালাচ্ছে নেকড়ে ৷ কখনও মায়ের কোল থেকে শিশুকে টেনে নিয়ে চলে যাচ্ছে । কখনও আবার ঘুমন্ত মানুষের পা কিংবা হাত খুবলে খাচ্ছে নেকড়ে ৷ প্রাণ বাঁচানোর দায়ে রাতের লাঠি হাতে এলাকা পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা ৷ 'মানুষখেকো' এই নেকড়ের দলকে বাগে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন দফতরের কর্মীরা ৷

অন্যদিকে, গ্রামে পাহারার মাত্রা বেড়ে যাওয়ায় এবার শহরে আতঙ্ক ছড়িয়েছে নেকড়ে ৷ বৃহস্পতিবার রাতে বাহরাইচ শহরের কোতোয়ালি এলাকায় নেকড়ের হামলায় আহত এক দশ বছরের বালক ৷ তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে নেকড়েটি পালিয়ে যায় ৷ আহত বালকের বোনের বক্তব্য, বাড়ির বাইরে যে নেকড়ে এসেছিল তাকে কুকুর ভেবেছিল ভাই । নেকড়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে । এরপর আহত বালককে জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.