ETV Bharat / bharat

বরযাত্রীর গাড়ির উপর উলটে গেল ট্রাক, মৃত 6 - Road accident in Bhagalpur - ROAD ACCIDENT IN BHAGALPUR

Road accident in Bhagalpur: ভাগলপুরের 80 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ 6 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 3 জন। একটি মাল বোঝাই ট্রাক উলটে যায় বরযাত্রীর গাড়ির উপর ৷

Accident On NH 80 in Bhagalpur
নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীর গাড়ির উপর উলটালো ট্রাক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 11:29 AM IST

Updated : Apr 30, 2024, 12:09 PM IST

ভাগলপুর, 30 এপ্রিল: দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি ৷ ভয়াবহ এই দুর্ঘটনার বলি 6 ৷ গুরুতর আহত 3 ৷ সোমবার গভীর রাতে বিহারের ভাগলপুরের 80 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷ স্করপিও গাড়িটি মুঙ্গের থেকে পিরপাইন্তি যাচ্ছিল। একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীর গাড়ির উপর উলটে যাওয়ায় এত গুলো লোকের প্রাণ যায় ৷

সোমবার রাত 11টা জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটির টায়ার বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া একটি স্করপিও গাড়ি উপর উলটে যায় ৷ ঘটনাস্থলে মৃ্ত্য়ু হয় 6 জনের ৷ মৃতরা হলেন সত্যম মণ্ডল (32), সঞ্চিত কুমার (18), অভিষেক কুমার (12), অমিত দাস (16), পরিমল দাস (42) ও পঙ্কজ কুমার সিং (35) ৷ গাড়িতে থাকা আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।

আহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জানা গিয়েছে, মুঙ্গেরের গোরিয়া টোলার বাসিন্দা সুনীল দাস ৷ তাঁর ছেলে মোহিতের বিয়ের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই শ্রীমতপুর গ্রামে যাচ্ছিল বরযাত্রীর গাড়িটি। কাহালগাঁও থেকে প্রায় 7 কিলোমিটার দূরে 80 নম্বর জাতীয় সড়কে উপর দুর্ঘটনাটি ঘটে ৷ মাল বোঝাই ট্রাকটি উলটে যায় স্করপিও-র উপর ৷ স্করপিও-র সামনে থাকা আরও দু‘টি গাড়িও আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

ঘোঘা পুলিশ স্টেশনের এক আধিকারক অজিত কুমার জানান, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ বরের এক বন্ধু বলেন, "আমরা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বিকেল 5টায় দিকে গ্রাম থেকে বের হয়েছিলাম। সব কিছু ঠিকই ছিল ৷ তবে রাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে 80 নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছলে দেখি যে, বরযাত্রীর গাড়ির উপর একটি মালবোঝাই ট্রাক উলটে গিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিয়েবাড়ির গাড়ি উলটে মৃত 2, আহত 16
  2. পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2

ভাগলপুর, 30 এপ্রিল: দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি ৷ ভয়াবহ এই দুর্ঘটনার বলি 6 ৷ গুরুতর আহত 3 ৷ সোমবার গভীর রাতে বিহারের ভাগলপুরের 80 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷ স্করপিও গাড়িটি মুঙ্গের থেকে পিরপাইন্তি যাচ্ছিল। একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীর গাড়ির উপর উলটে যাওয়ায় এত গুলো লোকের প্রাণ যায় ৷

সোমবার রাত 11টা জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটির টায়ার বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া একটি স্করপিও গাড়ি উপর উলটে যায় ৷ ঘটনাস্থলে মৃ্ত্য়ু হয় 6 জনের ৷ মৃতরা হলেন সত্যম মণ্ডল (32), সঞ্চিত কুমার (18), অভিষেক কুমার (12), অমিত দাস (16), পরিমল দাস (42) ও পঙ্কজ কুমার সিং (35) ৷ গাড়িতে থাকা আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।

আহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জানা গিয়েছে, মুঙ্গেরের গোরিয়া টোলার বাসিন্দা সুনীল দাস ৷ তাঁর ছেলে মোহিতের বিয়ের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই শ্রীমতপুর গ্রামে যাচ্ছিল বরযাত্রীর গাড়িটি। কাহালগাঁও থেকে প্রায় 7 কিলোমিটার দূরে 80 নম্বর জাতীয় সড়কে উপর দুর্ঘটনাটি ঘটে ৷ মাল বোঝাই ট্রাকটি উলটে যায় স্করপিও-র উপর ৷ স্করপিও-র সামনে থাকা আরও দু‘টি গাড়িও আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

ঘোঘা পুলিশ স্টেশনের এক আধিকারক অজিত কুমার জানান, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ বরের এক বন্ধু বলেন, "আমরা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বিকেল 5টায় দিকে গ্রাম থেকে বের হয়েছিলাম। সব কিছু ঠিকই ছিল ৷ তবে রাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে 80 নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছলে দেখি যে, বরযাত্রীর গাড়ির উপর একটি মালবোঝাই ট্রাক উলটে গিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিয়েবাড়ির গাড়ি উলটে মৃত 2, আহত 16
  2. পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2
Last Updated : Apr 30, 2024, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.