ETV Bharat / bharat

যোগীরাজ্যে বন্ধ হচ্ছে বিদেশি অর্থে তৈরি 13 হাজার বেআইনি মাদ্রাসা - বেআইনি মাদ্রাসা

Illegal madrassas to be closed in UP: শিগগিরই উত্তরপ্রদেশের বিদেশি অর্থে তৈরি 13 হাজার মাদ্রাসা বন্ধ করা হবে বলে জানা গিয়েছে ৷ এই মাদ্রাসাগুলির অধিকাংশই নেপালের সীমান্তবর্তী জেলাগুলিতে রয়েছে । তদন্ত রিপোর্টে এই মাদ্রাসাগুলি বন্ধ করার সুপারিশ করেছে বিশেষ তদন্তকারী দল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 7:26 PM IST

লখনউ, 7 মার্চ: উত্তরপ্রদেশে নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে বিদেশি অর্থায়নে নির্মিত 13 হাজার অবৈধ মাদ্রাসা বন্ধ করার প্রস্তুতি চলছে । যোগী আদিত্যনাথেক সরকারের নির্দেশে রাজ্যে অবৈধ মাদ্রাসার তদন্ত শেষ করেছে বিশেষ তদন্তকারী দল ৷ সিট তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে । সেই রিপোর্টে অবৈধ মাদ্রাসাগুলি বন্ধের সুপারিশ করা হয়েছে বলে খবর । এই অবৈধ মাদ্রাসাগুলি মহারাজগঞ্জ, শ্রাবস্তী, বাহরাইচ-সহ 7টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । প্রতিটি সীমান্তবর্তী জেলায় এ ধরনের মাদ্রাসার সংখ্যা পাঁচ শতাধিক ।

সূত্রের দাবি, সিট তাদের রিপোর্টে দাবি করেছে যে, এই মাদ্রাসাগুলি গত দুই দশকে উপসাগরীয় দেশগুলি থেকে পাওয়া অর্থ দিয়ে তৈরি করা হয়েছে । এ সব মাদ্রাসার থেকে তাদের আয়-ব্যয়ের হিসেব চাওয়া হলে তারা তা দিতে পারেনি । সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আদায় করা অর্থ হাওয়ালার মাধ্যমে মাদ্রাসা নির্মাণে পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।

রিপোর্টে আরও বলা হয়েছে, অধিকাংশ মাদ্রাসা অনুদানের টাকায় নির্মাণকাজ সম্পন্ন করার দাবি করলেও দাতাদের নাম জানাতে পারেনি । তদন্তে দেখা গিয়েছে, মোট 23 হাজার মাদ্রাসার মধ্যে পাঁচ হাজারের অস্থায়ী স্বীকৃতির নথি রয়েছে । প্রাথমিক তদন্তের পরে, বিশেষ তদন্তকারী দল সীমান্ত এলাকায় অবস্থিত মাদ্রাসায় প্রায় 100 কোটি টাকার তহবিলের আশংকা প্রকাশ করেছিল । এরপর সব মাদ্রাসা তদন্তের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার ।

যোগী আদিত্যনাথের সরকার সম্প্রতি রাজ্যে চলমান মাদ্রাসাগুলির উপর একটি সমীক্ষা চালায় । সমীক্ষায় দেখা গিয়েছে যে, রাজ্যে 16,513টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে । অপরদিকে, সাড়ে আট হাজার অস্বীকৃত মাদ্রাসাও একইসঙ্গে চলছে । এরপর এই মাদ্রাসাগুলি বিদেশি অর্থায়ন পাচ্ছে বলে অভিযোগ ওঠে । এগুলির অপব্যবহারেরও অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ।

যদিও রাজ্যের মন্ত্রী দানিশ আজাদ আনসারি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ইফতিখার জাভেদ বলেন, "এ বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি । নির্দেশ আসার পর বা এসআইটি রিপোর্ট দেখার পরই আমরা এ বিষয়ে কিছু বলতে পারব ।"

আরও পড়ুন:

  1. বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়ায় রণক্ষেত্র হলদওয়ানি, থানায় আগুন; পুলিশের গুলিতে মৃত 1
  2. মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে মালদা জেলায় ন্যায় যাত্রা বন্ধ করলেন রাহুল গান্ধি
  3. মুসলিম নয় এমন 749 শিক্ষার্থী পড়ছে উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে, কারণ খুঁজছে প্রশাসন

লখনউ, 7 মার্চ: উত্তরপ্রদেশে নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে বিদেশি অর্থায়নে নির্মিত 13 হাজার অবৈধ মাদ্রাসা বন্ধ করার প্রস্তুতি চলছে । যোগী আদিত্যনাথেক সরকারের নির্দেশে রাজ্যে অবৈধ মাদ্রাসার তদন্ত শেষ করেছে বিশেষ তদন্তকারী দল ৷ সিট তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে । সেই রিপোর্টে অবৈধ মাদ্রাসাগুলি বন্ধের সুপারিশ করা হয়েছে বলে খবর । এই অবৈধ মাদ্রাসাগুলি মহারাজগঞ্জ, শ্রাবস্তী, বাহরাইচ-সহ 7টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । প্রতিটি সীমান্তবর্তী জেলায় এ ধরনের মাদ্রাসার সংখ্যা পাঁচ শতাধিক ।

সূত্রের দাবি, সিট তাদের রিপোর্টে দাবি করেছে যে, এই মাদ্রাসাগুলি গত দুই দশকে উপসাগরীয় দেশগুলি থেকে পাওয়া অর্থ দিয়ে তৈরি করা হয়েছে । এ সব মাদ্রাসার থেকে তাদের আয়-ব্যয়ের হিসেব চাওয়া হলে তারা তা দিতে পারেনি । সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আদায় করা অর্থ হাওয়ালার মাধ্যমে মাদ্রাসা নির্মাণে পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।

রিপোর্টে আরও বলা হয়েছে, অধিকাংশ মাদ্রাসা অনুদানের টাকায় নির্মাণকাজ সম্পন্ন করার দাবি করলেও দাতাদের নাম জানাতে পারেনি । তদন্তে দেখা গিয়েছে, মোট 23 হাজার মাদ্রাসার মধ্যে পাঁচ হাজারের অস্থায়ী স্বীকৃতির নথি রয়েছে । প্রাথমিক তদন্তের পরে, বিশেষ তদন্তকারী দল সীমান্ত এলাকায় অবস্থিত মাদ্রাসায় প্রায় 100 কোটি টাকার তহবিলের আশংকা প্রকাশ করেছিল । এরপর সব মাদ্রাসা তদন্তের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার ।

যোগী আদিত্যনাথের সরকার সম্প্রতি রাজ্যে চলমান মাদ্রাসাগুলির উপর একটি সমীক্ষা চালায় । সমীক্ষায় দেখা গিয়েছে যে, রাজ্যে 16,513টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে । অপরদিকে, সাড়ে আট হাজার অস্বীকৃত মাদ্রাসাও একইসঙ্গে চলছে । এরপর এই মাদ্রাসাগুলি বিদেশি অর্থায়ন পাচ্ছে বলে অভিযোগ ওঠে । এগুলির অপব্যবহারেরও অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ।

যদিও রাজ্যের মন্ত্রী দানিশ আজাদ আনসারি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ইফতিখার জাভেদ বলেন, "এ বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি । নির্দেশ আসার পর বা এসআইটি রিপোর্ট দেখার পরই আমরা এ বিষয়ে কিছু বলতে পারব ।"

আরও পড়ুন:

  1. বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়ায় রণক্ষেত্র হলদওয়ানি, থানায় আগুন; পুলিশের গুলিতে মৃত 1
  2. মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে মালদা জেলায় ন্যায় যাত্রা বন্ধ করলেন রাহুল গান্ধি
  3. মুসলিম নয় এমন 749 শিক্ষার্থী পড়ছে উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে, কারণ খুঁজছে প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.