মনমোহিনী মোতেরায় লক্ষ্মী লাভের আশায় বাংলার অবিনাশরা - মোতেরায় লক্ষী লাভের আশায় বাংলার অবিনাশরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 20, 2021, 11:02 PM IST

যে কোনও ক্রিকেট ম্যাচে মাত্র 22 জন ক্রিকেটার খেলে ৷ কিন্তু মাঠে ও মাঠের বাইরে সেই ক্রিকেট ম্যাচ ঘিরে হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয় ৷ তেমনই এক হকারকে পাওয়া গেল বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের কাছে ৷ নাম অবিনাশ পাল ৷ বাড়ি কলকাতায় ৷ পেশায় জার্সি বিক্রেতা ৷ মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের সামনে পসরা সাজিয়ে বসেছেন অবিনাশ ৷ তবে অবিনাশ একা নন ৷ তাঁদের 30 থেকে 40 জনের দল আছে ৷ ভারতের যে প্রান্তেই খেলা হোক না কেন, জার্সি, টুপি নিয়ে স্টেডিয়ামের সামনে হাজির হয়ে যান তাঁরা ৷ এভাবেই তাঁদের সংসার চলে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.