Winners Force in Murshidabad: নারী সুরক্ষায় মুর্শিদাবাদে যাত্রা শুরু উইনার্স টিমের - Winners Force starts journey in Murshidabad for womens protection
🎬 Watch Now: Feature Video
নারী সুরক্ষায় জোর দিতে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে পুলিশ জেলায় যাত্রা শুরু উইনার্স টিমের (Winners Force in Murshidabad)। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এই নারী বাহিনীর উদ্বোধন হয় ৷ উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা, মুর্শিদাবাদ রেঞ্জের আইজি রশিদ মুনির খান, জেলাশাসক শরদ দ্বিবেদী, পুলিশ সুপার শবরী রাজকুমার । জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলায় এই মহিলা বাহিনীতে 30 জন করে মোট 60 জন সদস্য থাকছেন । যাঁরা বাইক-স্কুটি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে। মহিলাদের শ্লীলতাহানি, ইভটিজিংয়ের মতো বিষয়ে নিরাপত্তা দেবে । উইনার্স টিমের উর্দি বদল করা হয়েছে । খাঁকির পরিবর্তে তাঁরা কালো পোশাকে থাকবে । পুলিশ সুপার বলেন, "গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় মহিলাদের স্কোয়াড তৈরির কথা বলেন । মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে এই বাহিনীর যাত্রা শুরু হল ।" এডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে টিম গঠন করা হচ্ছে । প্রত্যেক পুলিশ জেলা ও কমিশনারেটে এই বাহিনী সক্রিয় থাকবে।"