যেমন ঝাড়, তেমন বাঁশ :মমতা-অভিষেকে কটাক্ষ শুভেন্দুর - তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখার সময় নানা রকম মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় ৷ সেই সব মন্তব্য নিয়েই ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী । আজ আসানসোলের জনসভা থেকে তিনি বলেন, ‘‘যেমন ঝাড়, তার তেমন বাঁশ । যেমন পিসি, প্রধানমন্ত্রীকে বলছে তুই কে রে ৷ অন্যদিকে ভাইপো বলছে তোর বাপকে ডাক ।’’ পাশাপাশি আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘ওনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে । দু’টো আসনে দাঁড়ানো চলবে না।’’