Visva Bharati Celebrate Rabindra Jayanti : নানান অনুষ্ঠানে বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন - Visva Bharati Celebrate Rabindra Jayanti
🎬 Watch Now: Feature Video
বিশ্বভারতীতে উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মোৎসব (Visva Bharati Celebrate Rabindra Jayanti)। ভোর 5 টায় বৈতালিক ৷ 6 টায় রবীন্দ্রভবনে কবিকন্ঠ ও 7 টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন পালিত হল ৷ উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক এবং পড়ুয়ারা ৷ প্রতি বছরের মতো এই দিনটিতে দিনভর নানান অনুষ্ঠান রয়েছে বিশ্বভারতীতে ৷