21st July 2022: কাকদ্বীপ থেকে কলকাতা, হেঁটে একুশের সভায় দুই তৃণমূল সমর্থক - হেঁটে একুশের সভায় কাকদ্বীপের দুই তৃণমূল সমর্থক
🎬 Watch Now: Feature Video
একুশের(21st July 2022)সভায় যোগ দিতে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কাকদ্বীপের মধুসূদনপুর পঞ্চায়েতের চৌষট্টিবাড়ি গ্রামের বাসিন্দা শেখ জুলফিকার আলি ও শেখ শাহজাহান নামে দুই তৃণমূল সমর্থক(Two Tmc supporters of kakdwip are walking towards kolkata to join the 21st July meeting)৷ সারা গায়ে তৃণমূলের পোস্টার, ছবি, পতাকা লাগিয়ে হাঁটছেন তাঁরা ৷ পথে রাত্রিবাসের জন্য শহিদ দিবসের পোস্টার দিয়ে একটি ভ্যানও সাজিয়েছেন তাঁরা ৷ শাহজাহান পেশায় কৃষক ও জুলফিকার শ্রমিক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদবুদ্ধ হয়েই শহিদ দিবসের সভায় হেঁটে যাওয়ার পরিকল্পনা বলে জানান এই দুই তৃণমূল সমর্থক ৷