Death by Drowning : জলপাইগুড়িতে হড়পা বানে তলিয়ে গেল 2, বাঁচলেন 6 জন - হড়পা বানে তলিয়ে মৃত্যু
🎬 Watch Now: Feature Video
বেড়াতে এসে নদীতে স্নান করতে নেমে হড়পা বানে তলিয়ে মৃত্যু দুই জনের । যদিও বাকি ছয়জন বেঁচে গিয়েছেন । আজ, রবিবার জলপাইগুড়ির নাগরাকাটার গাঠিয়া চা বাগানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে গাঠিয়া চা বাগানের সহকারি ম্যানেজার রুপক বিশ্বাস ও পরিবার এবং কলকাতা থেকে আসা আত্মীয়রা গাঠিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন । সেই সময়েই নদীতে হঠাৎ হড়পা বান আসায় কোনওরকমে 6 জন ডাঙ্গায় উঠে এলেও বাকি 2 জন তলিয়ে যান ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া (two people drowned in river in jalpaiguri) ৷