Tribal Rally in Howrah Bridge: কলকাতা অভিমুখে হাওড়া ব্রিজের বুকে দীপ্ত কণ্ঠে আদিবাসী মিছিল - Kurmi Protest Rally in Kolkata
🎬 Watch Now: Feature Video
ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ড সীমান্তের কুড়মি-সহ আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের আঁচ এসে পড়ল হাওড়া শহরেও । শুক্রবার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দূরদূরান্ত থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছয় । তাঁরা সেখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতা রানি রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেন । সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় তাদের সমাবেশ রয়েছে ৷ হাওড়া ব্রিজ ট্রাফিক পুলিশ অনুযায়ী, আদিবাসীদের তপশিলি গোষ্ঠীর অন্তর্ভুক্তিসহ অন্য দাবিদাওয়াকে সামনে রেখে আজ হাওড়া ব্রিজ হয়ে প্রায় 7 হাজার আদিবাসী মানুষ কলকাতা এসেছেন । মিছিলে নিজেদের দাবি দাওয়ার স্লোগান দিতে দিতে কলকাতা অভিমুখে যাত্রা করেন তাঁরা । এই মিছিলের জেরে বেশ কিছুক্ষণ হাওড়া ব্রিজে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল । স্বভাবত বিপাকে পড়েন বহু সংখ্যায় নিত্যযাত্রীরা । এই মিছিলের জেরে হাওড়া ব্রিজ সংলগ্ন বিভিন্ন রাস্তাগুলোয় বিশাল যানজট সৃষ্টি হয় । মিছিল বেরিয়ে যাওয়ার পর কর্তব্যরত ট্রাফিক অধিকারিকদের তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে (Tribal including Kurmi arrives in Kolkata to protest march) ।