ETV Bharat / state

10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ! বিধাননগর পুরনিগমকে চিঠি কলকাতা কর্পোরেশনের - KMC VS BMC

বেআইনি বিজ্ঞাপন সরাতে গিয়ে বিপত্তি ! 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে বিধাননগরকে চিঠি দেয় কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ ৷

kolkata municipal corporation
কলকাতা পুরনিগম এবং বাইপাসে তার ভেঙে পড়া এলইডি স্ক্রিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 9:30 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: এক পুরনিগমের অভিযানে ভাঙল আরেক পুরনিগমের এলইডি স্ক্রিন! পনেরো থেকে কুড়ি দিন আগের ঘটনা ৷ বাইপাসের পাশে বেআইনি হোর্ডিং বিরোধী অভিযান চালাচ্ছিল বিধাননগর পুরনিগম ৷ তখন কলকাতা পুরনিগমের এলইডিস্ক্রিন দেওয়া পিলার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ৷ এরপর 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে বিধাননগরকে চিঠি দেয় কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ ৷

বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ এখনও উত্তর দেয়নি ৷ তাদের দাবি, ভুল বোঝাবুঝিতে বিপত্তি ৷ শহর কলকাতার মতো পাশের বিধাননগরও মুখ ঢাকছে বেআইনি হোর্ডিং, ব্যানার, বিজ্ঞাপনে ৷ আদালতের তরফে সেই বেআইনি হোর্ডিং পরিষ্কারের নির্দেশ পাওয়ার পর ময়দানে নেমেছিল বিধাননগর পুরনিগমের বিজ্ঞাপন বিভাগ ৷ বেআইনি হোর্ডিং, ব্যানার খুলতে শুরু করে তারা ৷ বেআইনি বিজ্ঞাপন কাঠামোও ভেঙে ফেলা হয় ৷ তখন কলকাতা পুরনিগমের বৈধ লোহার পিলারের এলইডি স্ক্রিনের বিজ্ঞাপন কাঠামো টুকরো টুকরো হয়ে যায় ৷

এক সময় ইএম বাইপাস ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি'র হাতে ৷ কয়েক বছর এই রাস্তা কলকাতা পুরনিগমের হাতে চলে আসে ৷ সেই বাইপাস লাগোয়া সীমানা বিধাননগর পুরনিগম ৷ সেখানে বেআইনি বিজ্ঞাপন বিরোধী অভিযানে এই কাণ্ড ঘটে ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বিজ্ঞাপন বিভাগের কর্তারা ছুটে যান বিল্ডিং মোড়ের কাছে ঘটনাস্থলে ৷ কিন্তু শেষ রেহাই হয়নি ৷ ততক্ষণে বিরাট পিলারে থাকা এলইডি স্ক্রিন টুকরো টুকরো হয়ে গিয়েছে ৷ এরপর কলকাতা কর্পোরেশনের কর্তারা ঘটনাটি জানিয়ে বিধাননগর কর্পোরেশনের কাছে ক্ষতিপূরণের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ৷ সেই মাফিক 10 লক্ষ টাকা দাবি করে চিঠি দেওয়া হয় ৷ চিঠি পেয়ে কোনও উত্তর দেয়নি বিধাননগর ৷

বিধাননগর কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "বেআইনি বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বোঝার ভুলেই এই বিপত্তি ঘটেছে ৷ এটা অনিচ্ছাকৃত ভুল ৷ আমরা বিষয়টি মেয়রকে জানিয়েছি ৷ তিনি কলকাতা কর্পোরেশনের সঙ্গে আলোচনা করবেন ৷" ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

কলকাতা কর্পোরেশনের আধিকারিকের কথায়, "এত বড় বিপত্তি কী করে ঘটল জানি না ! জানা উচিত ওই পিলার বা এলইডি স্ক্রিন বাইপাসে ৷ বাইপাস এখন কলকাতা কর্পোরেশনের হাতে ৷ বুঝে করা উচিত ছিল ৷ সমন্বয় রেখে করলে বিপত্তি ঘটত না ৷"

কলকাতা, 12 ফেব্রুয়ারি: এক পুরনিগমের অভিযানে ভাঙল আরেক পুরনিগমের এলইডি স্ক্রিন! পনেরো থেকে কুড়ি দিন আগের ঘটনা ৷ বাইপাসের পাশে বেআইনি হোর্ডিং বিরোধী অভিযান চালাচ্ছিল বিধাননগর পুরনিগম ৷ তখন কলকাতা পুরনিগমের এলইডিস্ক্রিন দেওয়া পিলার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ৷ এরপর 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে বিধাননগরকে চিঠি দেয় কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ ৷

বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ এখনও উত্তর দেয়নি ৷ তাদের দাবি, ভুল বোঝাবুঝিতে বিপত্তি ৷ শহর কলকাতার মতো পাশের বিধাননগরও মুখ ঢাকছে বেআইনি হোর্ডিং, ব্যানার, বিজ্ঞাপনে ৷ আদালতের তরফে সেই বেআইনি হোর্ডিং পরিষ্কারের নির্দেশ পাওয়ার পর ময়দানে নেমেছিল বিধাননগর পুরনিগমের বিজ্ঞাপন বিভাগ ৷ বেআইনি হোর্ডিং, ব্যানার খুলতে শুরু করে তারা ৷ বেআইনি বিজ্ঞাপন কাঠামোও ভেঙে ফেলা হয় ৷ তখন কলকাতা পুরনিগমের বৈধ লোহার পিলারের এলইডি স্ক্রিনের বিজ্ঞাপন কাঠামো টুকরো টুকরো হয়ে যায় ৷

এক সময় ইএম বাইপাস ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি'র হাতে ৷ কয়েক বছর এই রাস্তা কলকাতা পুরনিগমের হাতে চলে আসে ৷ সেই বাইপাস লাগোয়া সীমানা বিধাননগর পুরনিগম ৷ সেখানে বেআইনি বিজ্ঞাপন বিরোধী অভিযানে এই কাণ্ড ঘটে ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বিজ্ঞাপন বিভাগের কর্তারা ছুটে যান বিল্ডিং মোড়ের কাছে ঘটনাস্থলে ৷ কিন্তু শেষ রেহাই হয়নি ৷ ততক্ষণে বিরাট পিলারে থাকা এলইডি স্ক্রিন টুকরো টুকরো হয়ে গিয়েছে ৷ এরপর কলকাতা কর্পোরেশনের কর্তারা ঘটনাটি জানিয়ে বিধাননগর কর্পোরেশনের কাছে ক্ষতিপূরণের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ৷ সেই মাফিক 10 লক্ষ টাকা দাবি করে চিঠি দেওয়া হয় ৷ চিঠি পেয়ে কোনও উত্তর দেয়নি বিধাননগর ৷

বিধাননগর কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "বেআইনি বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বোঝার ভুলেই এই বিপত্তি ঘটেছে ৷ এটা অনিচ্ছাকৃত ভুল ৷ আমরা বিষয়টি মেয়রকে জানিয়েছি ৷ তিনি কলকাতা কর্পোরেশনের সঙ্গে আলোচনা করবেন ৷" ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

কলকাতা কর্পোরেশনের আধিকারিকের কথায়, "এত বড় বিপত্তি কী করে ঘটল জানি না ! জানা উচিত ওই পিলার বা এলইডি স্ক্রিন বাইপাসে ৷ বাইপাস এখন কলকাতা কর্পোরেশনের হাতে ৷ বুঝে করা উচিত ছিল ৷ সমন্বয় রেখে করলে বিপত্তি ঘটত না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.