বেলঘরিয়ায় ট্রেন অবরোধ, রাস্তায় বেঞ্চ পেতে স্লোগান ধর্মঘট সমর্থকদের - রাস্তায় বেঞ্চ পেতে স্লোগান ধর্মঘট সমর্থকদের
🎬 Watch Now: Feature Video
CPI(M)-এর বেলঘরিয়া এরিয়া কমিটি এবং পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটির যৌথ উদ্যোগে বেলঘড়িয়া স্টেশনে এক নম্বর লাইনে আটকানো হল আপ কল্যাণী সীমান্তকে ৷ অন্যদিকে বনগাঁ-বাগদা সড়কে পাইকপাড়ায় অবরোধ করে বামেরা । রাস্তায় বেঞ্চ পেতে স্লোগান দেন বাম কর্মী-সমর্থকরা ৷ ট্রেড ইউনিয়ন ও গণ সংগঠনের ডাকা বন্ধে সারাদিন রাস্তায় থেকে ধর্মঘট সার্থক করা হবে বলে জানান কৃষক সভার নেতৃত্ব ৷