আসানসোল ডাকছে ফিরে আসুন, হেরেও যেন জিতে গেলেন সায়নী - আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী
🎬 Watch Now: Feature Video
প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই তাঁকে না মেনে নিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে আসানসোলে বিক্ষোভ হয়েছিল । রাস্তায় নেমেছিলেন তৃণমূল কর্মীরা। আর সেই তৃণমূল কর্মীরা আবারও রাস্তায় নামলেন তাঁকে ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ তিনি সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে তিনি পরাজিত হয়েছেন। ফিরেও গেছেন কলকাতায়। কিন্তু গত দেড়মাসে তিনি এমন ম্যাজিক করেছেন, যে, আসানসোল তাঁকে ভুলতে পারছে না । সবাই চাইছে ফিরে আসুন সায়নী ঘোষ ৷ তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই এবারে দেখা যায় প্রচুর টলিউডের তারকাদের ভিড়। তারমধ্যে নাম ছিল সায়নী ঘোষের। আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সায়নীকে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।