Post-Poll Violence Case : সিবিআই-কে সহযোগিতার আশ্বাস অনুব্রত ঘনিষ্ঠ বিধায়কদের - শেখ শাহনওয়াজ
🎬 Watch Now: Feature Video
ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ প্রায় হাফডজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছে সিবিআই ৷ এ বার সেই মামলায় যুক্ত হল আরও দু’টি নাম ৷ লাভপুরের বিধায়ক তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ছায়াসঙ্গী অভিজিৎ সিংহ রায় ওরফে রানা ৷ সেই সঙ্গে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ ৷ এ দিন দুর্গাপুরে এনআইটি-তে সিবিআই এর অস্থায়ী দফতরে আসেন তাঁরা (TMC MLAs Appear at NIT Durgapur CBI Office in Post-Poll Violence Case) ৷ সিবিআই দফতরে ঢোকার সময় লাভপুরের বিধায়ক জানান, ‘‘ভিতরে যাই, শুনি কী বলে ? তার পর আপনাদের বলব ৷’’ অন্যদিকে, সিবিআই-কে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ ৷ তবে, তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনও লিখিত নোটিস দিয়ে তলব করেনি বলে জানান শেখ শাহনওয়াজ ৷