Madan Mitra: 'নির্দেশ পেলে এক ইশারাতেই বন্ধ করে দিতাম মেট্রোর উদ্বোধনের কাজ', মন্তব্য মদনের - শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন প্রসঙ্গে মদন মিত্র
🎬 Watch Now: Feature Video
শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন অল ইন্ডিয়া মেট্রো রেলের ইলেকটেড জোনাল সেক্রেটারি, বিধায়ক মদন মিত্র (Madan Mitra reacts on Sealdah Metro Station inauguration)। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদায় মেট্রো স্টেশনের উদ্বোধন করেন । এপ্রসঙ্গে এদিন মদন মিত্র বলেন, " আমরাই মেট্রোকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেছি । আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী যখন বাইরে তখনই বর্গীরদল ঢুকে পড়েছে । নির্দেশ পেলে এক ইশারাতেই বন্ধ করে দিতাম মেট্রোর উদ্বোধনের কাজ ।" এদিন মহিষাদল রাজবাড়ীর কুলদেবতা গোপাল জিউ মন্দির পরিদর্শন করতে এসে এই কথা বলেন মদন মিত্র ৷