TMC Inner Clash : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, খোলা মঞ্চে দলের কিছু গদ্দারের কথা স্বীকার খোদ বিধায়কের - TMC INNER CLASH IN BANKURA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 26, 2022, 2:29 PM IST

আগামী 21 শে জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে ঐতিহাসিক জনসভায় যোগদানের জন্য রবিবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় (TMC Inner Clash)। এই মিছিলেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল । বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখোপাধ্যায় তাঁর বক্তৃতায় 21 শে জুলাই ধর্মতলায় ঐতিহাসিক জনসভায় দলের কর্মীদের যোগদান করতে বলার সঙ্গে সঙ্গে তিনি দলের কিছু গদ্দারের কথা স্বীকার করে নিলেন ৷ তিনি জানালেন, তাঁর দলেরই কিছু লোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে চুপিসারে যোগাযোগ রেখে চলেছেন । 21 শে জুলাই-এর আগে আরেকবার গোষ্ঠী কোন্দলকে উসকে দিলেন খোদ বিধায়ক । উলটোদিকে তৃণমূলের এই অন্তর্কলহে সুর চড়িয়েছে বিজেপি ৷ গঙ্গাজলঘাটি বিজেপির মণ্ডল সভাপতি রাজীব কুমার তিওয়ারি জানান, মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে ৷ এই দল পুরো সিন্ডিকেটের দল, এদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে কেমন মারপিট হবে তা জনগন দেখবে, এই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোনও অধ্যায় নয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.