ETV Bharat / state

শিলিগুড়ি আদালত থেকে পলাতক আসামী ধৃত ইন্দো-নেপাল সীমান্তে - FUGITIVE ACCUSED ARRESTED

শনিবার পালিয়ে যান ওই আসামী ৷ ধৃতের নাম বিকাশ কার্কি ৷

FUGITIVE ACCUSED ARRESTED
শিলিগুড়ি আদালত থেকে পলাতক আসামী ধৃত ইন্দো-নেপাল সীমান্তে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2025, 3:55 PM IST

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: শিলিগুড়ি আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও শেষরক্ষা হল না আসামীর । ইন্দো-নেপাল সীমান্তে ধরা পড়ল শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে যাওয়া ওই আসামী, যাঁর নাম বিকাশ কার্কি । অবশেষে পলাতককে ধরতে পারায় স্বস্তিতে পুলিশমহল ।

প্রসঙ্গত, দার্জিলিংয়ের খড়িবাড়ির বাসিন্দা বিকাশ কার্কিকে মত্ত অবস্থায় ঝামেলা করার অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ । শনিবার অভিযুক্তকে আরও সাত অভিযুক্তের সঙ্গে শিলিগুড়ি আদালতে তোলার জন্য পাঠানো হয় । কিন্তু আদালতে ঢোকার মুখে সুযোগ বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে আদালত থেকে বিকাশ কার্কি ফেরার হয়ে যায় ।

আসামী পালাতেই তদন্তে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও খড়িবাড়ি থানার পুলিশ । ইন্দো-নেপাল সীমান্ত এলাকায় শুরু হয় নজরদারি । এরপরই রবিবার রাতে ধৃতকে ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ ।

Fugitive Accused Arrested
আদালত থেকে পলাতক আসামী ধৃত ইন্দো-নেপাল সীমান্তে (নিজস্ব ছবি)

ধৃতকে সোমবার ফের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷ নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন বলেন, "পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

প্রসঙ্গত, তিন মাস আগেই আদালতে হাজির করার সময় শিলিগুড়ি আদালত থেকে এক বিচারাধীন বন্দি পালিয়েছিল ৷ যদিও তাকে পরে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ । গত বছরের অক্টোবর মাসেও পুলিশের হাত ছিনিয়ে পালিয়ে যায় এক বিচারাধীন বন্দি । পরে তাকে আদালতের বাইরে থেকেই স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে ধরা হয় ।

শনিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শোরগোল পড়ে যায় শহরে । প্রশ্ন উঠতে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে । বারবার আদালত চত্বর থেকে বিচারাধীন বন্দির পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে৷ ঢিলেঢালা নিরাপত্তার জন্যই এই ঘটনা ঘটে বলেই অভিযোগ ওঠে ৷

Fugitive Accused Arrested
আদালত থেকে পলাতক আসামী ধৃত ইন্দো-নেপাল সীমান্তে (নিজস্ব ছবি)

বিকাশকে খোঁজার পাশাপাশি ওই ঘটনার পর অন্তর্বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ । সেই সময় আদালতে থাকা পুলিশ কর্মী ও খড়িবাড়ি থানার কনস্টেবল পদমর্যাদার দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও । অন্যদিকে, আদালত চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ।

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: শিলিগুড়ি আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও শেষরক্ষা হল না আসামীর । ইন্দো-নেপাল সীমান্তে ধরা পড়ল শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে যাওয়া ওই আসামী, যাঁর নাম বিকাশ কার্কি । অবশেষে পলাতককে ধরতে পারায় স্বস্তিতে পুলিশমহল ।

প্রসঙ্গত, দার্জিলিংয়ের খড়িবাড়ির বাসিন্দা বিকাশ কার্কিকে মত্ত অবস্থায় ঝামেলা করার অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ । শনিবার অভিযুক্তকে আরও সাত অভিযুক্তের সঙ্গে শিলিগুড়ি আদালতে তোলার জন্য পাঠানো হয় । কিন্তু আদালতে ঢোকার মুখে সুযোগ বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে আদালত থেকে বিকাশ কার্কি ফেরার হয়ে যায় ।

আসামী পালাতেই তদন্তে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও খড়িবাড়ি থানার পুলিশ । ইন্দো-নেপাল সীমান্ত এলাকায় শুরু হয় নজরদারি । এরপরই রবিবার রাতে ধৃতকে ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ ।

Fugitive Accused Arrested
আদালত থেকে পলাতক আসামী ধৃত ইন্দো-নেপাল সীমান্তে (নিজস্ব ছবি)

ধৃতকে সোমবার ফের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷ নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন বলেন, "পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

প্রসঙ্গত, তিন মাস আগেই আদালতে হাজির করার সময় শিলিগুড়ি আদালত থেকে এক বিচারাধীন বন্দি পালিয়েছিল ৷ যদিও তাকে পরে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ । গত বছরের অক্টোবর মাসেও পুলিশের হাত ছিনিয়ে পালিয়ে যায় এক বিচারাধীন বন্দি । পরে তাকে আদালতের বাইরে থেকেই স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে ধরা হয় ।

শনিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শোরগোল পড়ে যায় শহরে । প্রশ্ন উঠতে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে । বারবার আদালত চত্বর থেকে বিচারাধীন বন্দির পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে৷ ঢিলেঢালা নিরাপত্তার জন্যই এই ঘটনা ঘটে বলেই অভিযোগ ওঠে ৷

Fugitive Accused Arrested
আদালত থেকে পলাতক আসামী ধৃত ইন্দো-নেপাল সীমান্তে (নিজস্ব ছবি)

বিকাশকে খোঁজার পাশাপাশি ওই ঘটনার পর অন্তর্বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ । সেই সময় আদালতে থাকা পুলিশ কর্মী ও খড়িবাড়ি থানার কনস্টেবল পদমর্যাদার দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও । অন্যদিকে, আদালত চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.