TMC 21st July: ধর্মতলায় যেতে তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল হাওড়ায়, ভিড় ফেরিঘাটেও - তৃণমূলের শহিদ দিবসে হাওড়ায় কর্মী সমর্থকদের ভিড়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 21, 2022, 10:46 AM IST

21শে জুলাই তৃণমূলের শহিদ দিবসে (TMC 21st July) হাওড়ায় কর্মী-সমর্থকদের ভিড় ৷ হাওড়া স্টেশনের বাইরে হাজারে হাজারে তৃণমূল কর্মীরা ভিড় করছেন (TMC Workers and Supporters Gather in Howrah) ৷ সেখানে হাওড়া সদর তৃণমূলের তরফে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে ৷ যেখানে তৃণমূল কর্মীদের জন্য জল, স্বাস্থ্য পরিষেবা সহ-অন্যান্য ব্যবস্থা করা হয়েছে ৷ সকাল 10টার পর স্টেশনের বাইরে থেকে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড হয়ে মিছিল করে তৃণমূল কর্মীরা ধর্মতলার সমাবেশে পৌঁছবে ৷ ফেরিঘাটেও উপচে পড়ে ভিড় ৷ অফিসযাত্রীদের পাশাপাশি ধর্মতলায় আসার জন্য ভিড় জমিয়েছেন তৃণমূল সমর্থকরা ৷ হাওড়ার 2 ও 3 নম্বর ফেরিঘাট চালু রয়েছে ধর্মতলা যাওয়ার জন্য ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.