Birds Rescued in Naxalbari : ভিনরাজ্যে পাচারের আগে নকশালবাড়িতে উদ্ধার 50 ময়না-টিয়া
🎬 Watch Now: Feature Video
ভিনরাজ্যে পাচারের আগে বনদফতরের অভিযানে উদ্ধার হল 28টি টিয়া এবং 22টি ময়না (The Forest Department Rescued Fifty Birds Like Parrot and Mayna in Naxalbari) ৷ নকশালবাড়ির টুকরিয়া বনবিভাগ পাখিগুলিকে উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, টিয়া ও ময়নাগুলিকে বিহারে পাচারের চেষ্টা হচ্ছিল ৷ দু’টি বাইকে করে পাচারকারীরা পাখিগুলিকে নিয়ে যাচ্ছিল ৷ টুকরিয়া বনদফতর ও নকশালবাড়ি থানার পুলিশ কালুয়াজোত এলকায় অভিযান চালায় ৷ পুলিশ ও বনদফতরের কর্মীদের দেখে বাইক-সহ খাঁচাবন্দি পাখিগুলিকে ফেলে রেখে পালায় পাচারকারীরা ৷ উদ্ধার হওয়া টিয়া ও ময়না পাখিগুলিকে মহানন্দা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে ৷