Kolkata Derby শহরের সব পথ মিশছে যুবভারতীতে, বড় ম্যাচ নিয়ে কী বলছেন নবি আলভিটোরা - শহরের সব পথ মিশছে যুবভারতীতে
🎬 Watch Now: Feature Video
জাঁদরেল কোনও নাম নেই, যাকে ঘিরে বল্গাহীন আবেগের স্রোতে ভেসে যেতে পারেন সমর্থকেরা ৷ তাতে কী, রবিবারের বিকেলে বাইপাসে সেই পরিচিত হাঁক ডাক, একে অপরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি তো ফিরল ৷ আড়াই বছর পর শহরে বড় ম্যাচ উৎসবের চেনা ছবি ফিরল (The familiar picture of derby returned to the city) ৷ দুপুর গড়াতেই ম্যাটাডোর, বাইক, চার চাকা করে যুবভারতীতে জমা হতে থাকলেন সমর্থকেরা ৷ শহরের সব পথ গিয়ে যেন মিশছে যুবভারতীতেই ৷ বিধাননগর, ফুলবাগান, শিয়ালদা চত্বর ফের টের পেল ডার্বির গনগনে আঁচ ৷ ইস্টবেঙ্গল (Emami East Bengal) আনকোরা দল ৷ রয় কৃষ্ণা (Roy Krishna) নামক গোলমেশিন না থাকলেও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) অনেক গোছানো ৷ কিন্তু ডার্বি যে বরাবরই অনিশ্চয়তার, বলছেন প্রাক্তনীরা ৷