পাণ্ডবেশ্বরে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল ECL-এর ঠিকা শ্রমিক - পাণ্ডবেশ্বর
🎬 Watch Now: Feature Video
পাণ্ডবেশ্বরের ECL-এর কয়লা খনি ভরাটের কাজ করছিলেন কম্পানির ঠিকা শ্রমিকরা । হঠাৎ কয়লা খনিতে বালি ভরাটের কাজ করার সময় বালিতে চাপা পড়ে যান তুলতুলিয়া ভূঁইয়া(৩৬) নামের এক ঠিকা শ্রমিক। খবর পেয়ে ECL-এর আধিকারিক ও ECL-এর নিরাপত্তার দায়িত্বে থাকা CISF ঘটনাস্থানে পৌঁছায় ।দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার হয় ওই শ্রমিক । এরপর ওই শ্রমিককে ECL-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।