thumbnail

By

Published : Jul 12, 2022, 9:09 PM IST

ETV Bharat / Videos

Sayantika Banerjee: শুভেন্দু বিজেপিতে গিয়েই দিলীপবাবুকে কাঁচি করে দিয়েছে, মন্তব্য সায়ন্তিকার

"মুসলিম পরিবারে পুত্র সন্তান হলে সেই সন্তানের নাম মীরজাফর নাম রাখা হয় না । তেমনই কোনও বাঙালি পরিবারে পুত্র সন্তান জন্মালে শুভেন্দু নাম রাখা হবে না ।" উত্তরপাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের 21 জুলাই সমাবেশের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই মন্তব্য অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যােপাধ্যায় (Sayantika Banerjee Comment on Suvendu Adhikari)। তিনি আরও জানান, শুভেন্দুবাবু নিজেকে বিরোধী নেতা বলেন কিন্তু ওনার নাম আসলে লোডশেডিং নেতা । ভালো হয়েছে উনি এখন আমাদের দলে নেই । আমরা যখন শিল্পী থেকে রাজনৈতিক ময়দানে নামলাম কাজ করার জন্য । উনি যদি দলে থাকতেন কী শিখতাম আমরা ? যেখান থেকে কাজ করার সুযোগ পেয়েছে সেই নেত্রীকেই গালাগাল দাও, সেই দলের মানুষগুলোকেই গালাগাল দাও, এই শিখতাম । ভাগ্যিস উনি নেই । বিজেপিতে এসেই আগে দিলীপবাবুকে কাঁচি করে দিয়েছে । বলেছে ভাই তুমি অন্য রাজ্যে গিয়ে গরুর দুধ থেকে সোনা খোঁজ কর, সোনার বাংলায় পরে আসবে । এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, তৃণমূলের ছাত্র নেতা শ্যামবুদ্ধ দত্ত-সহ অন্যান্য তৃণমূলের বিধায়ক ও নেতারা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.