Sujan Slams Mamata : বাম আমলে চিরকুট দিয়ে চাকরির কথা প্রমাণ করুন, নইলে নাক খত দিন : মমতাকে চ্যালেঞ্জ সুজনের - sujan slams mamata

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 20, 2022, 8:09 AM IST

বাম আমলে নাকি চিরকুট দিয়ে চাকরি হত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পাল্টা দিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Slams Mamata) । তাঁর কথায়, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞাসা করতে পারেন তাঁর চাকরি চিরকুটে হয়েছিল কি না । পেট গরম হলে শরীর খারাপ হয় । মাথা গরম হলে চিকিৎসা দরকার । মাথা গরম হলে উল্টো-পাল্টা বকতে হয় । পার্থ চট্টোপাধ্যায়,পরেশ অধিকারী, অনুব্রত মণ্ডল ডাক পাওয়ায় মাথাটা খারাপ হয়ে গিয়েছে । দিল্লিকে ম্যানেজ করতে না পারলে ডাক আসবে । যতসব আজেবাজে কথা । চিরকুট খোঁজা ছেড়ে দিন ৷ যাঁরা পরেশ অধিকারীকে খুঁজতে পারে না তাঁরা নাকি চিরকুট খুঁজবে । চ্যালেঞ্জ করছি আপনাকে, চিরকুটে চাকরির বিষয়টা প্রমাণ করুন নইলে নাক খত দিন (Sujan Chakraborty Criticises Mamata Banerjee)।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.