Jadavpur University Issue : যাদবপুরে তৃণমূলীদের হেনস্থা করে সিপিএম, অডিয়ো-কাণ্ডে সাফাই সঞ্জীবের - Student Leader Sanjib Pramanik interview
🎬 Watch Now: Feature Video
সামনে এসেছে চাঞ্চল্যকর একটি অডিয়ো ক্লিপিং ৷ তাতে শোনা গিয়েছে, নিজেকে সঞ্জীব প্রামাণিক বলে দাবি করা এক ছাত্রনেতা আরেক জনকে বলছেন, বিশ্ববিদ্যালয়ে কোন অধ্যাপক বা অধ্যাপিকার কলার ধরতে হবে, তাকে শুধু বললেই হবে । অডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে শিক্ষা মহলে । যদিও, ভাইরাল হওয়া ওই অডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই না করলেও তা কার্যত স্বীকার করে নিয়েছেন ছাত্রনেতা ৷ অডিও মর্ফ করা হয়েছে অভিযোগ করলেও তাঁর দাবি সম্পূর্ণ অডিয়ো সামনে এলে প্রকৃত সত্য জানা যাবে (Student Leader Sanjib Pramanik interview) ৷
TAGGED:
Jadavpur University Issue