STF Arrests Arms Smuggler : এসটিএফ-এর জালে আন্তঃরাজ্য অস্ত্রপাচারকারী, উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র-সহ 36টি কার্তুজ - আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী
🎬 Watch Now: Feature Video
লেকটাউন থানার দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র-সহ এক আন্তঃরাজ্য অস্ত্র-পাচারকারীকে হুগলির চাঁপদানি এলাকা থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF Arrests One Inter-State Arms Smuggler from Hooghly) ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতীর নাম ওয়াসিম আকতার ৷ ধৃতের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 6টি ম্যাগাজিন ও 36 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে এসটিএফ-এর আধিকারিকরা ৷ ধৃতের বিরুদ্ধে 25/27 ধারায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ৷ এতগুলি আগ্নেয়াস্ত্র কোথা থেকে অভিযুক্ত পেল ? কী উদ্দেশ্যে তা ব্যবহার করা হত ? তার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে ? এই সমস্ত বিষয়ে জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ ৷