Sourav Ganguly: লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে পুজো উদ্বোধন মহারাজের, ন্যাটওয়েস্ট জয়ের স্মৃতি উসকে দিল মিতালি সংঘ - লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে পুজো উদ্বোধন মহারাজের
🎬 Watch Now: Feature Video
কালের নিয়মে ক্রিকেটার থেকে এখন তিনি দেশের ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা ৷ খেলোয়াড় জীবনে অধিনায়ক হিসেবে সমীহ কুড়িয়েছেন বিশ্বের সর্বত্র ৷ তবে 2002 সালে ক্রিকেটের জন্মভূমি বিলেতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আলাদা পরিচিতি দিয়েছিল লর্ডসের ব্যালকনি ৷ ন্যাটওয়েস্ট ফাইনাল জিতে সেখানে জার্সি ঘুরিয়ে ব্রিটিশদের অহংবোধের নাকে ঝামা ঘষে দিয়েছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ বিসিসিআই প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে গড়িয়া মিতালী সংঘ এবার তাদের পুজো মণ্ডপে তুলে ধরেছে একটুকরো লর্ডস (Lord's Cricket Ground) ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই মঙ্গলবার সন্ধেয় উদ্বোধন হল সেই পুজো মণ্ডপের ৷ তিলোত্তমার বুকে কৃত্রিম ক্রিকেট মক্কায় তেরঙা উড়িয়ে নস্টালজিয়ায় ডুব দিলেন মহারাজ (Sourav Ganguly inaugurates Garia Mitali Sangha Pujo Pandal) ৷