Sourav Ganguly News Style: আপাতত দাড়ি কাটছেন না, পুজোর আগে নতুন স্টাইলে মজেছেন সৌরভ - Sourav Ganguly News Style
🎬 Watch Now: Feature Video
আসন্ন মরশুমে আইপিএল দেশের মাটিতে পুরানো ফরম্যাটেই হবে। অর্থাৎ, হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটেই হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (Indian Premier League) ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মেয়েদের আইপিএলও আগামী বছর ফেব্রুয়ারিতে পুরোদমে চালু করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে বহুজাতিক অর্ন্তবাস কোম্পানির এক অনুষ্ঠানে এসে একথা জানালেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় ক্রিকেট নিয়ে সৌরভ কথা বললেও এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ভারত অধিনায়কের নয়া স্টাইল। ক্লিন শেভ নয়, বরং খোচা খোচা দাড়ি সহযোগে এদিনের অনুষ্ঠানে নজর কাড়লেন মহারাজ (Sourav Ganguly in new style before Durga puja) ৷ নয়া স্টাইল নিয়ে বিসিসিআই সভাপতি বলেন, "আপাতত দাড়ি রাখব। টিভির যে অনুষ্ঠান করি তা এখনও বছর খানেক দেরি। সেখানে দাড়ি থাকবে না ৷" সাতদিন বাকি পুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে বাঙালির সেরা আইকনও নস্টালজিক।