সেবক-রংপো রেলপথ দ্রুত সম্প্রসারিত হোক, প্রত্যাশা পাহাড়বাসীর - ইউনিয়ন বাজেট 2020
🎬 Watch Now: Feature Video
সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ দ্রুত সম্প্রসারিত হোক, চাইছেন পাহাড়ের বাসিন্দারা ৷ এই রেলপথের কাজ যত দ্রুত হবে ততই উপকৃত হবেন এই অঞ্চলের বাসিন্দারা । সিকিমের লাইফ লাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়ক বর্ষায় মাঝে মধ্যেই ধসে অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে দেশের সঙ্গে মূল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা সিকিম । এখনও পর্যন্ত সিকিমের সঙ্গে রেল যোগাযোগ নেই । তাই এই রেল পথ চালু হলে কালিম্পঙ সহ সিকিমের বাসিন্দারা খুবই উপকৃত হবেন ।
Last Updated : Jan 30, 2020, 11:41 AM IST