Sex Racket: বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার দম্পতি, উদ্ধার 6 তরুণী - নিউটাউন উদ্ধার 6 তরুণী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 29, 2022, 4:33 PM IST

Updated : Jun 29, 2022, 5:12 PM IST

নিউটাউনের সিই ব্লকের 188 নম্বর বাড়ির চারতলা ভাড়া করে চলছিল দেহ ব্যবসা (Sex Racket is going on in house)। পুলিশের হাতে গ্রেফতার স্বামী-স্ত্রী । উদ্ধার হয়েছে 6 জন তরুণী ৷ তার মধ্যে 2 জন নাবালিকা । বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিল যে, নিউটাউনের ওই বাড়িতে বেশকিছু তরুণী রয়েছে এবং সেখানে বেশকিছু লোক সন্দেহজনকভাবে আসা-যাওয়া করছে । সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালায় ৷ সেখান থেকে গভীর রাতে 6 জন তরুণীকে উদ্ধার করে । এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তারা ক্যানিংয়ের বাসিন্দা বলে খবর। এর পিছনে আর কেউ জড়িত আছে কি না, সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।
Last Updated : Jun 29, 2022, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.