Romantic Bike Riding : চলন্ত বাইকে তুঙ্গে 'হেলমেটবিহীন' রোম্যান্স ! ভিডিয়ো ভাইরাল হতেই আটক যুবক - রোমান্টিক বাইক সফর
🎬 Watch Now: Feature Video
গুলাম ছবিতে আমির ও রানির সেই রোম্যান্টিক বাইক সফরের কথা মনে আছে ? ঠিক সেভাবেই চলন্ত বাইকে প্রেমের সফরে ভাসলেন এক যুগল ৷ দু'পাশে হুশহাশ করে বেরিয়ে যাচ্ছে গাড়ি, ট্রাক ৷ কিন্তু যুগলের হুঁশ নেই ৷ কর্নাটকের চামারাজনগরের রাস্তায় বাইকে আলিঙ্গনরত অবস্থায় সওয়ার হতে দেখা গেল যুগলকে (Romantic Bike Riding) ৷ দু'জনের মাথাতেই ছিল না হেলমেট ৷ ভিডিয়োটি ভাইরাল হতেই চামরাজনগরের ট্রাফিক পুলিশ যুবককে আটক করে 279 ও 184 আইএমভি আইনের অধীনে মামলা রুজু করেছে (Romance while bike Riding A Youth detained) ৷ বৃহস্পতিবার চামরাজনগরের গুণ্ডলুপেট রোডে পালসার বাইকে প্রেমিকাকে নিয়ে এভাবেই যাত্রা করতে দেখা গিয়েছে দু'জনকে ৷ এক যুবক বাইক চালাচ্ছে আর পেট্রল ট্যাঙ্কে বসে প্রেমিকা জড়িয়ে ধরেছে তাকে ৷ এক পথচারী এই দৃশ্য সোশাল মিডিয়ায় পোস্ট করতেই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ ৷