"জিতেন্দ্র তিওয়ারি হটাও, আসানসোল বাঁচাও" ব্যানার পড়ল বার্নপুরে - জিতেন্দ্র তেওয়ারি হটাও.
🎬 Watch Now: Feature Video
শিল্পশহর বার্নপুরে "জিতেন্দ্র তিওয়ারি হটাও, আসানসোল বাঁচাও" লেখা ব্যানার পড়ল । আর এই ব্যানার কে বা কারা লাগাল তা জানা যায়নি। ব্যানারে লেখা আছে, ভারতীয় জনতা পার্টি । যদিও বিজেপির কার্যকর্তাদের দাবি, একাজ তাদের নয়, তৃণমূলের লোকেরাই এই ব্যানার লাগিয়েছে । বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই এসব কাজ ওরাই করছে।’’ আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, '' আমরা কী করে জানব, কারা ওই ব্যানার লাগিয়েছে। যাদের নাম লেখা আছে, তাদের জিজ্ঞাসা করুন।’’