Guwahati Bikaner Express Derail : উদ্ধারকাজ শেষ, কেন দুর্ঘটনা ঘটল জানতে এসেছি, দোমোহনি পৌঁছে বললেন রেলমন্ত্রী - rail minister ashwini vaishnaw reaches at mainaguri
🎬 Watch Now: Feature Video
শুক্রবার সকালে ময়নাগুড়ির দোমোহনিতে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এখানেই আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত (Guwahati-Bikaner Express Derailed) হয় ৷ এদিন ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷ উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ আমি নিজেও এখানে এসেছি এই দুর্ঘটনা কেন ঘটল তা জানতে ৷ যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমার থেকে প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছেন ৷"
Last Updated : Jan 14, 2022, 12:10 PM IST