Chandrakona Python : মাছের পরিবর্তে জালে উঠল 30 কিলোর পাইথন ! জঙ্গলে ছেড়ে দিল এলাকাবাসী - python caught in chandrakona
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15602157-thumbnail-3x2-python.jpg)
জালে ওঠার কথা ছিল মাছ, কিন্তু উঠে এল ভয়ঙ্কর সাপ । যদিও বনদফতরের কর্মীরা আসার আগে এলাকাবাসী ওই 30 কিলো ওজনের পাইথনটিকে জঙ্গলে ছেড়ে দেয় (python caught in chandrakona)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত হুড়হুড়িয়া গ্রামে । জানা গিয়েছে, গ্রামের একটি জলাশয়ে মাছ ধরার জালে আটকে পড়ে পাইথনটি । সেই অসুস্থ পাইথনকে উদ্ধার করে প্রাণী চিকিৎসক এনে পাইথনটির শারীরিক পরীক্ষা করান ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান । এরপর খবর দেওয়া হয় বনদফতরে । যদিও শেষ পর্যন্ত বনদফতরের কর্মীরা আসতে দেরি করায় এলাকাবাসীরাই পাইথনটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেন ।