Andal Demonstration: সৌরভের খুনিদের গ্রেফতারের দাবিতে অণ্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ - Andal Demonstration
🎬 Watch Now: Feature Video
সৌরভের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে অণ্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভে নামল পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ । গত দু'দিন আগে অণ্ডালের নিখোঁজ সাত বছরের সৌরভ বাউরির দেহ উদ্ধার হয় (Demanding Arrest of Souravs Killers) । কিন্তু তার খুনিরা এখনও গ্রেফতার হয়নি । বুধবার পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্যদের সঙ্গে এলাকাবাসীরাও থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় । তাঁদের অভিযোগ, দু'দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও অভিযুক্তরা গ্রেফতার হয়নি । অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্য, এলাকাবাসীরা ।
Last Updated : Jul 13, 2022, 6:52 PM IST