ETV Bharat / sports

তিলোত্তমায় ভারত বনাম ইংল্য়ান্ড, শনিবার শহরে সূর্যকুমাররা - IND VS ENG 1ST T20I

2023 সালের পর ফের ইডেনে আন্তর্জাতিক ম্য়াচ ৷ সেই ম্য়াচ খেলতে তিলোত্তমায় কবে পৌঁছচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা?

ENGLAND TOUR OF INDIA
সূর্যকুমার যাদব (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 16, 2025, 3:28 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের ৷ কলকাতায় সেই ম্য়াচে টিকিটের চাহিদাও বিপুল ৷ টিকিট বিক্রি ঘিরে বিপুল সাড়ার মধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে ক্রিকেটারদের শহরে আসার দিনক্ষণ ৷ বুধবারের ম্য়াচের জন্য শনিবার শহরে পৌঁছে যাচ্ছেন দু'দলের ক্রিকেটাররাই ৷ সিএবি'র যুগ্ম সচিব নরেশ ওঝা তেমনটাই জানিয়েছেন ৷

22 জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই চাহিদা আরও বাড়িয়ে শনিবার সন্ধের মধ্যে কলকাতায় পৌঁছে যাবেন সূর্যকুমার যাদব, জস বাটলাররা। এরপর রবি, সোম ও মঙ্গলে ইডেনে প্রস্তুতি সারবে ভারত এবং ইংল্যান্ড দু'দলই। বিরাট কোহলি, রোহিত শর্মারা নেই। কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। পাশাপাশি টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। কিন্তু তাতে কী? কেকেআরে দীর্ঘদিন খেলার সুবাদ ঘরের ছেলে হয়ে যাওয়া রিঙ্কু সিংয়ের ক্রিকেট দেখতে নন্দনকাননে আবেগেের কমতি হবে না, সেটাই তো স্বাভাবিক।

সূর্য-অক্ষরদের দেখার জন্য টিকিটের চাহিদাও বেশ ভালো। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ইডেনের চার নম্বর গেটের সামনের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে শুরুর দু'ঘণ্টার মধ্যে ছয় হাজার টিকিট বিক্রি হয়ে যায়। টিকিট বিক্রির পরিস্থিতি খতিয়ে দেখে বাংলার ক্রিকেট কর্তারা অনলাইনে টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "টিকিটের চাহিদা দারুণ। শেষবার একদিনের বিশ্বকাপের সময়ও টিকিটের এমন চাহিদা ছিল না। 22 জানুয়ারি ইডেনের গ্যালারি ভর্তি থাকবে নিশ্চিতভাবেই।"

আগামী 17 ও 18 জানুয়ারি সিএবি'র সদস্য ও ক্লাবগুলির মধ্যে টিকিট বণ্টন করা হবে। 22 জানুয়ারি আবার ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন হবে ইডেনে। টস এবং খেলা শুরু হওয়ার মাঝের সময়ে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ্বোধনের কাজটি সারবে সিএবি।

আরও পড়ুন:

কলকাতা, 16 জানুয়ারি: টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের ৷ কলকাতায় সেই ম্য়াচে টিকিটের চাহিদাও বিপুল ৷ টিকিট বিক্রি ঘিরে বিপুল সাড়ার মধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে ক্রিকেটারদের শহরে আসার দিনক্ষণ ৷ বুধবারের ম্য়াচের জন্য শনিবার শহরে পৌঁছে যাচ্ছেন দু'দলের ক্রিকেটাররাই ৷ সিএবি'র যুগ্ম সচিব নরেশ ওঝা তেমনটাই জানিয়েছেন ৷

22 জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই চাহিদা আরও বাড়িয়ে শনিবার সন্ধের মধ্যে কলকাতায় পৌঁছে যাবেন সূর্যকুমার যাদব, জস বাটলাররা। এরপর রবি, সোম ও মঙ্গলে ইডেনে প্রস্তুতি সারবে ভারত এবং ইংল্যান্ড দু'দলই। বিরাট কোহলি, রোহিত শর্মারা নেই। কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। পাশাপাশি টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। কিন্তু তাতে কী? কেকেআরে দীর্ঘদিন খেলার সুবাদ ঘরের ছেলে হয়ে যাওয়া রিঙ্কু সিংয়ের ক্রিকেট দেখতে নন্দনকাননে আবেগেের কমতি হবে না, সেটাই তো স্বাভাবিক।

সূর্য-অক্ষরদের দেখার জন্য টিকিটের চাহিদাও বেশ ভালো। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ইডেনের চার নম্বর গেটের সামনের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে শুরুর দু'ঘণ্টার মধ্যে ছয় হাজার টিকিট বিক্রি হয়ে যায়। টিকিট বিক্রির পরিস্থিতি খতিয়ে দেখে বাংলার ক্রিকেট কর্তারা অনলাইনে টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "টিকিটের চাহিদা দারুণ। শেষবার একদিনের বিশ্বকাপের সময়ও টিকিটের এমন চাহিদা ছিল না। 22 জানুয়ারি ইডেনের গ্যালারি ভর্তি থাকবে নিশ্চিতভাবেই।"

আগামী 17 ও 18 জানুয়ারি সিএবি'র সদস্য ও ক্লাবগুলির মধ্যে টিকিট বণ্টন করা হবে। 22 জানুয়ারি আবার ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন হবে ইডেনে। টস এবং খেলা শুরু হওয়ার মাঝের সময়ে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ্বোধনের কাজটি সারবে সিএবি।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.