হায়দরাবাদ, 16 জানুয়ারি: বাড়িতেই সইফ আলি খানের ওপর দুষ্কৃতি হামলা ৷ গুরুতর আহত সইফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বাংলার আইন শৃঙ্খলার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, মুম্বই নিরাপদ নয়, মানতে নারাজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, একটা-দুটো ঘটনার উপর ভিত্তি করে মুম্বই নিরাপদ নয় এমন বলা যায় না ৷ যদিও শিবসেনা নেতা আদিত্য ঠাকরে সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বলেন, "বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো । প্রতিটি রাজ্যেরই নিজস্ব ব্যবস্থা থাকা উচিত । এটা হতবাক করা ঘটনা । আমি সকালেই সোশাল মিডিয়ায় আমার প্রতিক্রিয়া দিয়েছি । শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অংশ । তাঁর পরিবারে এমন ঘটনা দুর্ভাগ্যজনক । এর আগেও তো শাহরুখ-সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে আমি শুনেছি । বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক । আমি জানি না কোনও পরিকল্পনা করা হয়েছে কি না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ।"
এদিন সকালেই মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় এই ঘটনায় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ তিনি লেখেন, "সইফ আলি খানের উপর হামলার ঘটনা চিন্তার বিষয় ৷ আমি অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছি ৷ আইনের ওপর ভরসা রাখা দরকার ৷ নিশ্চই যে দোষী তাকে পুলিশ ধরতে পারবে ৷ এই কঠিন সময়ে আমি শর্মিলা দি, করিনা কাপুর ও পুরো পরিবারের পাশে রয়েছি ৷"
এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ তিনি বলেন, "পুলিশের তরফে সকল তথ্য সামনে আনা হচ্ছে ৷ কি ধরনের হামলা, কে করেছেন, কেন করেছেন তা তদন্ত করে পুলিশ জানাবে ৷" এরপরেই মুম্বই নিরাপদ স্থান বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "মুম্বই সবচেয়ে নিরাপদ স্থান ৷ এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনার জন্য মুম্বই নিরাপদ নয় এমন বলা যায় না ৷ তার সঙ্গে এটাও ঠিক, এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ও সাবধান হওয়া উচিত ৷" |
#WATCH | Mumbai: On the attack on actor Saif Ali Khan, Maharashtra CM Devendra Fadnavis says, " police has given you all details regarding this. what kind of attack is this, what is actually behind this and what was the intention behind the attack is all before you." pic.twitter.com/8lMegAtxNJ
— ANI (@ANI) January 16, 2025
অন্যদিকে, মহারাষ্ট্রের আইন ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ৷ তিনি এক্স হ্যান্ডেলে বলেন, "সইফ আলি খানের ওপর হামলার ঘটনা হতবাক করার মতো ৷ তিনি ভালো আছেন এই খবর নিশ্চিন্ত হওয়া গিয়েছে ৷ প্রার্থণা করি তিনি দ্রুত সেরে উঠুন ৷" এরপরেই বিরোধী দল তথা মহারাষ্ট্র সরকারকে একহাত নিয়েছেন শিব সেনা নেতা ৷ তিনি লেখেন, "যেভাবে এই ঘটনা ঘটেছে তা মহারাষ্ট্রের আইন-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ৷ বিগত তিন বছর ধরে হিট অ্যান্ড রান কেস, অভিনেতা-রাজনীতিবিদদের প্রাণনাশের হুমকির মতো ঘটনা দেখিয়ে দিচ্ছে সরকার অপরাধ দমনে ব্যর্থ ৷ আইন-শাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ৷ এই সরকারে এমন কেউ আছেন যিনি নাগরিকের নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করেন ?"
The intrusion and knife attack on Saif Ali Khan is shocking.
— Aaditya Thackeray (@AUThackeray) January 16, 2025
We are relieved to hear that he is stable and recovering, and we pray that tough times are over, and he bounces back to normalcy at the earliest.
The fact that it happened, however, only highlights the absolute…
ইতিমধ্যেই হাসপাতালে তরফে অভিনেতার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন চিকিৎসক নীতিন ডাঙ্গে ৷ তিনি জানিয়েছেন, কীভাবে অভিনেতার শিরদাঁড়ার পাশ থেকে 2.5 ইঞ্চির ছুরির ফলা উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি হাতে-ঘাড়ে জখম হওয়া জায়গায় প্লাস্টিক সার্জারিও করা হয়েছে ৷ বর্তমানে অভিনেতাকে আইসিইউ-তে রাখা হয়েছে ৷ 24 ঘণ্টা সইফের ওপর চিকিৎসকদের নজরদারি থাকবে বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি, সইফকে দেখতে হাসপাতালে যান স্ত্রী করিনা কাপুর খান, ছেলে ইব্রাহিম আলি খান, মেয়ে সারা আলি খান, করিশ্মা কাপুর, পরিচালিক সিদ্ধার্থ আনন্দ ৷
#WATCH | On the health condition of Actor Saif Ali Khan, Dr Nitin Dange of Lilavati Hospital says," saif ali khan was admitted to the hospital at 2 am with alleged history of assault by some unknown person. he sustained a major injury to the thoracic spinal cord due to a lodged… pic.twitter.com/Fi9v9BHf3i
— ANI (@ANI) January 16, 2025
#WATCH | Mumbai | Sara Ali Khan and Ibrahim Ali Khan arrive at Lilavati Hospital, where their father & actor Saif Ali Khan is admitted after an attack on him by an intruder in his Bandra home pic.twitter.com/OO6YuE0kTX
— ANI (@ANI) January 16, 2025