Pandua village: রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে অভিভূত পাণ্ডুয়ার আদিবাসী সম্প্রদায়
🎬 Watch Now: Feature Video
হুগলির ধনিয়াখালি ও সিঙ্গুরের আদিবাসী গ্রাম থেকে থেকে মোট 27 জনের দল দিল্লি গিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রপতিকে (Pandua village)। রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন । সেই ঘটনার সাক্ষী থেকেছেন হাতনি গ্রামের মামনি সরেন, সুমিতা সরেন, বাসন্তি মান্ডি, সোহাগি মুর্মুরা । তাঁদের সুবাদে হুগলি জেলার হাতনি গ্রামের নামও পৌঁছে গেল দিল্লিতে এটা ভেবে খুশি গ্রামবাসীরা ৷ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অলচিকিতে কথা বলে খুশি তাঁরা । আর এতেই খুশির হাওয়া গোটা গ্রামজুড়ে ।
Last Updated : Jul 26, 2022, 7:22 PM IST
TAGGED:
Pandua village