Kolkata Chalantika: কলকাতায় অকাল বিসর্জন, নাচে-গানে-ঢাকের তালে মাতোয়ারা দিতিপ্রিয়া, বং গাই, সৌরভরা - Kolkata Chalantika Special Promotion

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 27, 2022, 1:10 PM IST

পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাচ্ছে আগামী 26 অগস্ট । তার আগে 30 জুলাই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার । সেই উপলক্ষ্যে এক অভিনব ছবির প্রচার সারতে দেখা গেল টিম 'কলকাতা চলন্তিকা'-কে । এর আগে রথের দিনেও রাস্তায় রথ টেনে ছবির প্রচার সেরেছিল ছবির টিম । আর এবার অসময়ে মায়ের বিসর্জনের সন্ধ্যার আবহ তুলে ধরলেন ছবির কলা-কুশলীরা । নাচ, গান, সিঁদুর খেলা, ঢাকের তালে এদিন মেতে ওঠে গোটা দল । পাটুলি মোড়ে নচিকেতার চায়ের দোকান ও মিনি হাওড়া ব্রিজের সামনে এদিন হাজির ছিলেন সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত (বং গাই), শতাব্দী চক্রবর্তী এবং পাভেল । পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার কাহিনি নিয়েই এই ছবি বানিয়েছেন পরিচালক । তিনদিনের গল্প । ঘটনার আগের দিন, ঘটনার দিন এবং ঘটনার পরদিনের গল্প বলবে 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika Special Promotion)।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.