Illegal Fire Cracker Blast: পাঁশকুড়ায় মজুত বে-আইনি শব্দবাজি বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু - One Student Dead in Panskura

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 11, 2022, 5:43 PM IST

বাড়ির ভিতর বে-আইনি শব্দ বাজি তৈরির সময় বিস্ফোরণ (Illegal Fire Cracker Blast) ৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পূর্ব চিল্কা গ্রামে মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার (One Student Dead in Panskura) ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 5 জন ৷ যাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃত কিশোরের নাম শম্ভু মণ্ডল ৷ পুলিশ সূত্রে খবর, শ্রীকান্ত ভোক্তার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বে-আইনি বাজি তৈরি করছিল ৷ এমনকি বাড়ির ভিতরে বিপুল পরিমাণ শব্দবাজি মজুত করা ছিল ৷ এদিন সকালে বাড়ির ভিতরে বাজি তৈরির সময় বিস্ফোরণ হয় ৷ বাড়িতে মজুত করা বিপুল পরিমাণ বাজিও বিস্ফোরণের অভিঘাতে ফেটে যায় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়ি একটা অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ পাঁশকুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.