Santipur Accident: শান্তিপুরে পথ দুর্ঘটনার বলি এক, আহত 2 - শান্তিপুর দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
শান্তিপুরের কালনা ঘাট রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার (One died and Two more Injured in Road Accident) ৷ গুরুতর জখম আরও দুই মহিলা । জানা গিয়েছে, কালনা রোডে মুন্সিরপুর এলাকায় রবিবার সকাল ছ'টা নাগাদ শান্তিপুরের দিক থেকে আসা কালনাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্থানীয় সরস্বতী সরদার, সুদীপা মণ্ডল এবং হারানি মণ্ডলকে । এদের মধ্যে সুদীপা মণ্ডল ছিলেন অন্তঃসত্ত্বা ৷ সরস্বতী সরদারের মৃত্যু হয় ঘটনাস্থলেই । অন্যদিকে হারানি মণ্ডলকে প্রাথমিকভাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । পরবর্তীতে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনার পর এলাকায় দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলে এলাকায়। স্থানীয়দের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবিলম্বে ঘাতক ওই লরিটিকে আটকানো হোক । একইসঙ্গে মৃতার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের দাবি জানান তারা । অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে ৷