World Bicycle Day : আজ বিশ্ব সাইকেল দিবস, কোচবিহারে র্যালি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের - কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক
🎬 Watch Now: Feature Video
আজ বিশ্ব সাইকেল দিবস ৷ কচিকাঁচাদের সঙ্গে সাইকেল র্যালিতে অংশ নিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । 'জাদি কেয়ামত মহোৎসব' সামনে রেখে ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে সাইকেল র্যালির আয়োজন করা হয় । শুক্রবার সকালে কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালি শুরু হয় ৷ কোচবিহার শহরের বিভিন্ন পথ ধরে কোচবিহার স্টেশনে গিয়ে তা শেষ হয় । র্যালিতে ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে প্রমুখ । দেশের 75 টি ঐতিহ্যবাহী জায়গা থেকে আজ এই সাইকেল র্যালি হয়েছে ৷ যার মধ্যে রয়েছে কোচবিহার রাজবাড়ি (Central Minister Nisith Pramanik takes part in Bicycle Rally in Cooch Behar on World Bicycle Day) ৷