Nisith Pramanik: শীতলকুচি-কাণ্ডে গ্রেফতার কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিশীথের - নিশীথ প্রামাণিক
🎬 Watch Now: Feature Video
তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধৃত জেলে থাকা বিজেপি কর্মীদের পরিবারে সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik meets to the families of arrested party workers)। মঙ্গলবার মাথাভাঙায় পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি । নিশীথ প্রামাণিকের সঙ্গে কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মণ, শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন । গত 11 সেপ্টেম্বর শীতলকুচি বিধানসভা এলাকায় বিজেপি 'চোর ধরো জেল ভরো' কর্মসূচিকে সামনে রেখে মিছিল করে (TMC BJP Clash)। সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি । সোমবার সেই বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে মাথাভাঙায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক । এদিন নিশীথ প্রামাণিক গ্রেফতার হওয়া কর্মীদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে কথা বলার পাশাপাশি আর্থিক অনুদান এবং চকোলেট তুলে দেন ।